শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত মাস্কই হোক ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়ে তীব্র প্রতিযোগিতা, চলছে নানা হিসাব নিকাশ

অনলাইন ডেস্ক : শীতের শুরুতে দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করলেও সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। অনেকেই বলছেন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আবার কেউ কেউ তা মানতে নারাজ। তবে সবাই এটা স্বীকার করছেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। আগামী মাসে কিংবা নতুন বছরের শুরুর দিকে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাজারে আসতে পারে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দিয়েছেন, টিকা এলে দেশের সবাইকে দেওয়া হবে।

বিশ্বজুড়ে ভ্যাকসিন নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। কে কার আগে ভ্যাকসিন আনবে শুরু হয়েছে কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা। বাণিজ্যিকভাবে করোনা প্রতিরোধক ভ্যাকসিন বাজারে ছাড়ার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ কয়েকটি দেশের গবেষণা প্রতিষ্ঠান এরই মধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে কোন ভ্যাকসিনের বাজার দাম কত হবে- সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে। সূত্র : আন্তর্জাতিক গণমাধ্যম।

ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজারের প্রতিটি ভ্যাকসিন ডোজের দাম রাখা হয়েছে প্রায় ২০৩ ডলার। অন্যদিকে মডার্নার ভ্যাকসিনের দাম ২৫ থেকে ৩৭ ডলার। প্রত্যেক ব্যক্তিকে দু?টি করে ডোজ দিতে হবে। সে কারণে ফাইজারের ভ্যাকসিনের জন্য খরচ হবে প্রায় ৪০৬ ডলার। পাশাপাশি মডার্নার ভ্যাকসিনের জন্য খরচ হবে ৫১ থেকে ৭৪ ডলার প্রায়। এই হিসাবে বাংলাদেশি টাকায় ফাইজারের করোনা প্রতিরোধক ভ্যাকসিন দুই ডোজের দাম পড়বে ৩৪ হাজার ৪৩০ টাকার বেশি। মডার্না ভ্যাকসিনের দাম পড়বে ৪ হাজার ৩২৫ টাকা থেকে ৬ হাজার ২৭৫ টাকার বেশি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা বা ভ্যাকসিন না আসা পর্যন্ত আপাতত মাস্কই হোক ভ্যাকসিন। সবাইকে বাধ্যতামূলকভাবে এখন মাস্ক পরতে হবে। এক্ষেত্রে ব্যক্তি সচেতনতাই জরুরি। এ ছাড়া আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। দেশজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মানতে হবে সব স্বাস্থ্যবিধি। এতে করোনাভাইরাস সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। গত ১ জুন ২০২০ তারিখে স্বাস্থ্য অধিদফতর থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে ঘরের বাইরে অবস্থানকালে সবার জন্য মাস্ক পরার নির্দেশ জারি করা হয়।

এই নির্দেশনা অনুসারে, ‘বাইরে চলাচলের ক্ষেত্রে সব সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এরপর করোনাভাইরাসের বিস্তার কমাতে সরকার ‘নো মাস্ক নো সার্ভিস’, অর্থাৎ মাস্ক পরিধান ছাড়া কাউকে কোনো সেবা দেওয়া হবে না বলে নির্দেশনা জারি করেছে। একইসঙ্গে মাস্ক ব্যবহার না করলে জরিমানাও করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কিছু জরিমানা করেই কোনো পরিবর্তন আসবে না। এ নিয়ে ঢাকাসহ সারা দেশেই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা. মুখলেসুজ্জামান হিরো গতকাল বলেন, আমরা যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, বিশেষ করে মাস্ক ব্যবহারে সরকার বাধ্য করে তাহলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই।

কিন্তু এখন পর্যন্ত মানুষকে মাস্ক পরানোই যাচ্ছে না। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। সরকারের বিভিন্ন সংস্থা এ নিয়ে কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। আমি মনে করি, এটা শুধু ঢাকা বা কিছু পয়েন্টে নয়, সারা দেশেই মাস্ক ব্যবহারের অভিযান চালাতে হবে। প্রয়োজনে আর্থিক জরিমানাও করা যেতে পারে। তবে মানুষের মধ্যে আর্থিক চাপ বাড়ানো যেন উদ্দেশ্য না হয়। আমি মনে করি, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারই করোনাভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কিছু পয়েন্টে অভিযান চললেও খোদ রাজধানীতে এখনো অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক ব্যবহার করেন না অধিকাংশ মানুষ। কেউ কেউ থুতনিতে মাস্ক ব্যবহার করছেন। সড়কে বিপুলসংখ্যক ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা চলাচল করছে। দাপিয়ে বেড়াচ্ছে রিকশা। কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আদালত পাড়ায় হাজার হাজার বিচারপ্রার্থী ও তাদের স্বজনদের ভিড়। কারও মুখে নেই মাস্ক। দোকানে দোকানে ভিড় করছেন মানুষ। ঢাকার বাইরের চিত্র আরও বেহাল। এ দিকে মাস্ক পরা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে ঢাকার দুই সিটি করপোরেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এ সময় পথচারী, ফুটপাথ ও কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারে সচেতন করা হচ্ছে। অসচ্ছল জনসাধারণের মাঝে মাস্ক বিতরণও করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগ করে জরিমানাও করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশজুড়েই এই অভিযান আরও জোরদার করতে হবে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়