শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহকর্মী সেজে বাসায় চুরির অভিযোগে নারী গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে বিলকিস বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। বিলকিসের কাছ থেকে চুরি করা নগদ ছয় লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন বলেন, বুধবার রাতে ময়মনসিংহের ধোবাউড়ার হাজংপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিলকিসকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, বিলকিস গত ১৬ নভেম্বর ছদ্মনাম নাজমা ব্যবহার করে ভাটারা থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। গত ১৯ নভেম্বর বিকেলের দিকে গৃহকর্তা ও তার স্ত্রী বাসার বাইরে গেলে সুযোগ পেয়ে বিলকিস আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালান। এ ঘটনায় ২০ নভেম্বর রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্তা। মামলাটির তদন্তভার গোয়েন্দা গুলশান বিভাগে ন্যস্ত হলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, আসামি বিলকিস আসলে গৃহকর্মী নন। ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার নামে টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করা তার পেশা। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়