শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনায় ৩ দিনের শোক, প্রেসিডেন্ট কার্যালয়ে থাকবে ম্যারাডোনার মরদেহ

এল আর বাদল: [২] ফুটবল বিশ্বে ম্যারাডোনার চোখ ধাঁধানো, অসাধারণ, অত্যাশ্চর্য, প্রতিভাবান ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নানা ভাবে বর্ণনা করা হয়েছে বিশ্বের গণমাধ্যমগুলোতে। তিনি ছিলেন ফুটবলের এক আইকন, কিন্তু তিনি নিষ্কলংক ছিলেন না, এটাও বিশ্ব জানে।

[৩] কিংবদন্তি সেই ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চির বিদায়ে স্তব্ধ আর্জেন্টিনাসহ সারা বিশ্ব। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টাইন সরকার। ক্রীড়াবিশ্বকে স্তব্ধ করে বুধবার (২৫ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রোমাঞ্চ ছড়ানো এই কিংবদন্তি খেলোয়াড় ম্যারাডোনা। - এএফপি

[৪] আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফারনান্দেস এক শোকবার্তায় প্রিয় তারকার প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা। সবকিছুর জন্য ধন্যবাদ দিয়াগো। আমরা আপনাকে সবসময় মিস করব।

[৫] অনেকদিন ধরেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন ফুটবলের জাদুকর ম্যারাডোনা। কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এরপর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা।

[৬] আজ বৃহস্পতিবার থেকে ম্যারাডোনার মরদেহ তিন দিনের জন্য বুয়েনস আয়ার্সে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায় রাখা হবে। এরই মাঝে প্রেসিডেন্ট কার্যালয়ে পৌঁছেছে ম্যারাডোনার মরদেহ।

[৭] ফুটবলপ্রেমীরা যাতে এই তিন দিন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। - বুয়েনস আয়ার্স টাইমস/ এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়