শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি নোট দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

রাজু চৌধুরী : [২] এসময় ঘটনায় ব্যবহৃত সিএনজি উদ্ধার করেছে সিএমপি কোতোয়ালী থানা পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা প্রেস ব্রিফিংয়ে বলেন, ভোর রাত অনুমান ৩.১০ ঘটিকার সময় নগদ ৪০,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করে আসামিদের আটক করা হয়।

[৪] তিনি আরও বলেন, জুযার মোহাম্মদ হোসেইন (৫০) নামে এক লোক ২৫ নভেম্বর এবি ব্যাংক, এনায়েত বাজার শাখার হইতে ৭০,০০০/- টাকা নিয়ে বাসায় যাওয়ার প্রাক্কালে সিএনজি অটোরিক্সা চালক আসামী মোঃ জাহান হোসেন প্রকাশ সুমন (২৮) তার নিকট কিছু বিদেশী টাকার নোট আছে এবং উক্ত টাকা গুলো কোথায় গিয়ে বাংলাদেশী টাকায় রুপান্তর করতে হবে জিজ্ঞাসা করলে তিনি উক্ত বিদেশী নোট গুলো দেখাতে বলে, ইতিমধ্যে অন্য তিনজন ব্যক্তি বিভিন্ন দিক থেকে এসে উক্ত বিদেশী নোট গুলো দেখে এবং তাদের একজন বলে এগুলোর একটির দাম প্রায় ২২,০০০/- টাকা হবে এবং সিএনজি অটোরিক্সার চালককে ১৫,০০০/- টাকায় বিক্রয় করবে কিনা জিজ্ঞাসা করেন।

[৫] তখন সিএনজি চালক ১৫,০০০/- টাকায় রাজি হয়ে উক্ত ব্যক্তির নিকট ২টি নোট মোট ৩০,০০০/- নগদ নিয়ে বিক্রয় করেন। অন্য একজনও অবশিষ্ট গুলো কেনার জন্য কথা বলতে থাকে। প্রকৃতপক্ষে ওই দুই ক্রেতা একই প্রতারক চক্রের সদস্য। উক্ত সিএনজি চালক তথা আসামি মোঃ জাহান হোসেন প্রকাশ সুমন (২৮) জনৈক জুযার মোহাম্মদ হোসেইন (৫০) কে বিদেশী টাকা নিবে কিনা জানতে চাইলে, তিনি ৪ (চার)টি নোট মোট ৬০,০০০/- টাকা দিয়ে ক্রয় করেন।

[৬] পরবর্তীতে বাসায় গিয়ে তার ছেলে মোহাম্মদ এর সাথে কথা বলে বুঝতে পারেন এগুলো central bank of oman One Hundred Baisa যার প্রতিটির মূল্য বাংলাদেশি কারেন্সীতে ২২ টাকার মত হবে। তিনি হতভম্ব হয়ে কাজির দেউরী মোড়ে এসে সেখানে টহলরত পুলিশ এস আই ধর্মেন্দু দাশকে জানালে , এসআই পলাশ চন্দ্র ঘোষ, এএসআই অনুপ কুমার বিশ্বাস, কং আবছার ও ফোর্স সহ ভিকটিমকে নিয়ে কাজির দেউরী এলাকার সিসি টিভি ক্যামেরা দেখে উক্ত সিএনজি গাড়ী এর নম্বর চট্টমেট্রো-থ-১২-৬১৫২ শনাক্ত করে সিএনজিটিকে ষ্টেশন রোড এলাকা হতে চালক তথা আসামি মোঃ জাহান হোসেন প্রকাশ সুমন (২৮) কে আটক করেন।

[৭] তাকে জিজ্ঞাসাবাদে আরো ০৩ (তিন) জন লোক জড়িত বলে স্বীকার করে ,তারা হলো মোঃ জয়নাল আবেদীন(৩৪), মোঃ রানা(২৮) ও মোঃ হালিম (২৯)। উক্ত তথ্যের ভিত্তিতে হালিশহর থানাধীন বড় পুকুর পাড় এলাকা আসামী মোঃ জয়নাল আবেদীন(৩৪) কে আটক করেন এবং তার দেখানো মতে একটি পুরাতন চা এর ফ্লাস্ক এর ভেতর হতে নগদ ৪০,০০০/- টাকা উদ্ধার করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, জুযার মোহাম্মদ হোসেইন (৫০) আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দঃ বিঃ আইনের ৪০৬/৪২০ ধারায় ০১টি মামলা রুজু করা হয়।

[৮] তিনি আরও জানান, আসামীরা চট্টগ্রাম মহানগরীর সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ৪/৫ জন একত্রিত হয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পথচারীদেরকে বিভিন্ন বিদেশী নোট দেখায়। একপর্যায়ে তাদের চক্রের এক সদস্য নোট ক্রয় করে নেয়, অপর সদস্য আরো বেশি দামে নগদ টাকা দিয়ে ক্রয় করে নেয়। এভাবে তারা পথচারীদের লোভনীয় দৃষ্টি তৈরী করে। পথচারীকে মানসিক ভাবে বিভ্রান্ত করে ক্রয় করার মত পরিস্থিতি সৃষ্টি করে। পথচারীরা লোভের মুখে নোট ক্রয় করে ফেলে। তাৎক্ষনিক উক্ত প্রতারক চক্র ঘটনাস্থল ত্যাগ করে।

[৯] ধৃত আসামিদের বিরুদ্ধে ১। পাঁচলাইশ থানার মামলা নং-১ তারিখ-০১/০৬/২০১৯ইং ধারা-৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়