শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে বিভিন্ন ব্রান্ডের নকল টিভি জব্দ, আটক ২

সুজন কৈরী : [২] রাজধানীর গুলিস্থান শপিং কমপ্লেক্স ও সুন্দরবন স্কয়ার মার্কেটের এল রহমান এন্ড কোম্পানীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ৭৭০টি নকল টিভি জব্দ করেছে র‌্যাব। এ সময় প্রতিষ্ঠানের মালিক ও তার একজন সহযোগীকে আটক ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-৩ অভিযান চালায়।

[৩] বৃহস্পতিবার র‌্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানীটি এল রহমান এন্ড কোম্পানী এবং তিন্নি ইলেক্ট্রোনিকস্ নামক দুটি প্রতিষ্ঠান চালাচ্ছিলো। দীর্ঘদিন ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন ব্রান্ডের নকল টিভি তৈরী এবং বাজারজাত করছিলো। চায়না থেকে টিভি তৈরীর যন্ত্রাংশ ক্রয় করে তা গুলিস্থানে ওই পতিষ্ঠানে এ্যাসেম্বল করে পেনড্রাইভ দিয়ে সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন ব্রান্ডের নাম ও লগো নকল করে বিক্রি করছিলো। কোম্পানীর নিজস্ব কোনো ব্রান্ড তৈরীর অনুমতি না থাকলেও প্রতিষ্ঠানটি নিজস্ব ব্রান্ড সাকুরা এবং সাকুরা প্লাস নামে একটি ব্রান্ডের জন্য বাংলাদেশ ডিপার্টমেন্ট অব পেটেন ডিজাইন এন্ড ট্রেড বরাবর আবেদন করেছে। তাদের আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত অনুমোদন দেয়নি। কিন্তু তারা নিজস্ব ব্রান্ড ছাড়া বিভিন্ন ব্রান্ডের নকল টিভি তৈরী এবং বাজারজাত করছিলো।

[৪] র‌্যাব-৩ আরও জানিয়েছে, অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক মো. লুৎফর রহমান (৫৩) ও তার সহযোগী মো. ফখরুল ইসলামকে (৪৩) আটক করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন ব্রান্ডের ৭৭০টি নকল টিভি জব্দসহ প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়