শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীদের কোনো কাজে আসছে না প্লাজমা থেরাপি: নতুন গবেষণা

লিহান লিমা: [২] দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আর্জেন্টিনার গবেষকরা বলেছেন, কনভøাসেন্ট প্লাজমা থেরাপি রোগীর জন্য প্লাসিবো থেরাপি (মানসিক চিকিৎসা পদ্ধতি) ব্যতীত আর কিছুই নয়। হাসপাতালে ভর্তি যে সব রোগী কনভøাসেন্ট প্লাজমা থেরাপি নিয়েছেন তাদের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায় নি। রয়টার্স

[৩]গবেষকরা কোভিড-১৯ জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে প্লাজমা বা প্লাসিবো থেরাপি নেয়া ৩৩৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণ চালান। ৩০ দিন পর তারা দেখেন এটি ওই রোগীদের স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না। মৃত্যুহারও অন্য রোগীদের মতোই। প্লাজমা নেয়া রোগীদের মৃত্যুহার ১১ শতাংশ ও প্লাসিবো নেয়া রোগীদের মৃত্যুহার ১১.৪ শতাংশ।

[৪]ইতালিয়ানো দি ব্রুনোস এরস হাসপাতালের ডাক্তার ভেনচুরা সাইমনভিচ ও গবেষণার প্রধান লেখক বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার প্রাথমিক পর্যায়ে বা কম অসুস্থ রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি কিছুটা প্রভাব ফেলে।’

[৫]এদিকে আর্জেন্টিনার আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, করোনা রোগের লক্ষণ দেয়া দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে যে সব বয়স্ক রোগীরা প্লেসবোর পরিবর্তে কনভøাসেন্ট প্লাজমা থেরাপি নিয়েছেন তারা অন্যদের চেয়ে কম অসুস্থ হয়েছেন।

[৬]গত এক শতাবব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন রোগে কনভøাসেন্ট প্লাজমা থেরাপি ব্যবহার হয়ে আসছে। এই পদ্ধতিতে দাতার প্লাজমা রক্তকণিকা থেকে আলাদা করে তা অসুস্থ রোগীর শরীরে দেয়া হয়, যা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার জন্য রোগীর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

[৭]এ বছরের আগস্টে মার্কিন খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহারের অনুমোদন দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়