শিরোনাম
◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?   ◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান!

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নীলক্ষেতে ভিড় নেই বইপ্রেমীদের, লোকসানে দোকান ছাড়ছেন বিক্রেতারা

তরিকুল ইসলাম: [২] কোভিড প্রভাবে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। পাঠ্য বই থেকে শুরু করে শিল্প-সাহিত্য ও ধর্মীয় বই বিক্রি নেই বললেই চলে। বিক্রেতারা বলছেন, করোনার আগে দিনে যে পরিমাণ বিক্রি হতো সেটি এখন ১০ শতাংশের নিচে।

[৩] গেলো দু’দিন নীলক্ষেত বই মার্কেট ঘুরে ক্রেতাদের খুব একটা দেখা মেলেনি। ফরিদগঞ্জ লাইব্রেরীর সামনে ছোটখাটো জটলা। পরে দেখা গেলো সেখানে বই কিনতে নয়, তারা এসেছেন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফ্রেশ এক সেট বই বিক্রি করতে।

[৪] বেশকিছু বন্ধ দোকানে মোবাইল নম্বরসহ ঝুলছে ভাড়ার বিজ্ঞাপন। করোনায় লোকসান কুলিয়ে উঠতে না পারায় দোকানগুলো ছেড়ে দিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে এনএন বুক কর্ণার ৭মাস, ফেয়ার বুক ডিল ৬মাস, ছাত্র-বন্ধু ৩ মাস ও ইত্যাদি লাইব্রেরী ১মাস হলো বই ব্যবসা ছেড়ে দিয়েছে।

[৫] মানিক লাইব্রেরীর মালিক জাহাঙ্গীর বলছেন, মালিক পক্ষ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০শতাংশ ভাড়া কমালেও এখন আর কম নিচ্ছে না। যারা দোকান ছেড়ে দিয়েছে তারাই বেঁচে গেছে। এভাবে চলতে থাকলে এখন যারা আছি তাদেরও ছেড়ে দিতে হবে।

[৬] বাকুশা মার্কেটেও দেখা গেলো একই চিত্র। মেসার্স রহমান পেপার এন্ড ষ্টেশনারীর মালিক মহসিন রহমান বলেন, খুবই মন্দ সময় যাচ্ছে। এ জন্য আরও কিছু বিকল্প মালামাল তুলেছি। অনেকেই পরিবার গ্রামে পাঠিয়ে দিয়ে কম ভাড়ার বাসায় উঠতে বাধ্য হয়েছে।

[৭] বাকুশা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস বলেছেন, লকডাউনের সময় দুই মাসের দোকান ভাড়া মওকুফ করা হয়েছিলো। করোনায় আমরা উভয় পক্ষ ক্ষতিগ্রস্থ হচ্ছি। পরবর্তীতে দোকানিরা ভাড়া কমানোর বিষয়ে জানিয়েছিল। এ নিয়ে কেনো সিদ্ধান্ত হয়নি। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়