শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ মুহুর্তে দুই খেলোয়াড়কে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই জোড়া ধাক্কা খেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং প্রথম ম্যাচ খেলতে পারবেন না বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

[৩] আগামী ৩ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে পারবেন না দুজনের কেউই। তবে দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে এজাজের। ডান পায়ের হারের ইনজুরিতে ছিটকে গেছেন গ্র্যান্ডহোম, এজাজ এখনও তার কাফ মাসলের ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি।

[৪] এদিকে গ্র্যান্ডহোমের বদলে টেস্ট সিরিজের জন্য ডাক পেয়েছেন অলরাউন্ডার ড্যারেল মিচেলকে। আর এজাজের বদলে প্রথম টেস্টের জন্য ডাকা হয়েছে মিচেল স্যান্টনারকে।

[৫] বাঁহাতি স্পিনার স্যান্টনারকে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের অধিনায়কত্বও দেয়া হয়েছে। টেস্ট স্কোয়াডে যোগ দেয়ার জন্য দুই ম্যাচ খেলে চলে যাবেন কেন উইলিয়ামসনের জায়গায় দায়িত্ব পাওয়া টিম সাউদি। তার জায়গায় শেষ ম্যাচটিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। - টুইটার

[৬] উল্লেখ্য, আগামী ২৭ থেকে অকল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দলের খেলোয়াড়রা অনুশীলন শুরু করবেন ৩০ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩ ডিসেম্বর, হ্যামিল্টনে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ-
টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট (উইকেটকিপার), রস টেইলর।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডঃ-
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল (মিচেল স্যান্টনার), টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), উইল ইয়ং। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়