শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে চাকরির নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ৪

ইমদাদুল হক: [২] বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান দফাদার। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সাভার পৌর এলাকা ডগরমোড়া মহল্লা মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলা সদরের পিটিআই সড়কের রাজু আহমেদ জাফরের মেয়ে নুসরাত জাহান সিনথিয়া (২১), ঝিনাইদহ জেলাসদরের মাগুড়াপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেব শাহের ছেলে আমিরুল ইসলাম (৪০), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ৪ নং ওয়ার্ডের মৃত সাইদুর রহমানের ছেলে ফাহিম রহমান (২২) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দাবাড়ি গ্রামের আজমেস আলীর ছেলে দুলাল মিয়া (২৮)।

[৪] র‌্যাব সূত্র থেকে জানা যায়, সাভারের ওই এলাকায় মমতাজ ভিলা নামের একটি বাড়ির ফ্ল্যাট ভাড়া নিয়ে আল হামি প্রাইভেট কোম্পানীর ব্যানারে সিকিরিউটি গার্ড হিসাবে দীর্ঘদিন যাবত চাকরি দেওয়ার নামে মোটা অংকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলো। এসংক্রান্ত লোভনীয় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারন মানুষের অসহায়ত্বের সুযোগ নিতো এই চক্রটি। প্রতারিত হয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ওই প্রতারনার কোম্পানিতে অভিযান চালায় র‌্যাব। এসময় উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ফরম ৪ টি, এএইচ সিকিউরিটি লিমিটেডের ভর্তি ফরম ৪০টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের চাকরির আবেদন ও ভর্তি ফরম ১০টি, যোগদানপত্র ৭ টি, আবেদন পত্র ৩ টি, অঙ্গীকারনামা ৭ টি, মোবাইলফোন, দ্যা কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪-০১ সেট একটি, চাকরি প্রত্যশিতদের জীবন বৃত্তান্ত ফরম ৪ টি, রেজিস্ট্রার খাতা ৭ টি, রিসিপশন স্টিকার ১ টি, আল-হামী প্রাইভেট কোম্পানি লিমিটেডের স্টিকার ১ টি, মানি রিসিভ বই ২ টি, মোবাইল ফোন ফোন ৬ টি, একটি লাল রংয়ের টিয়াগো প্রাইভেটকার, একটি সিলভার রংয়ের হিরো হোন্ডা। এসময় গ্রেপ্তার করা হয় চার প্রতারককে।

[৫] র‌্যাব-৪ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার এএইচএম আদনান বলেন, গ্রেপ্তারকৃতদেরর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়