শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে মাঠে মাঠে চলছে পাকা আমন কাটার ধুম

কামরুল ইসলাম: [২] চট্টগ্রামের রাউজানে বিভিন্নস্থানে মাঠ থেকে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক কৃষাণীরা ব্যস্ত সময় পার করছে পাকা ধান ঘরে তোলার কাজে। উপজেলায় এবার চাষাবাদে ধানেরবাম্পার ফলন হয়েছে।

[৩] গত মাসে মৌসুমী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে কিছু ক্ষেতে ফুলে ভরা ধান গাছ মাটিতে লুঠে পড়লেও, সেই গাছ আবার মাথা তুলে দাঁড়িয়ে উঠে ফলন পাকাপোক্ত হতে শুরু করেছে।

[৪] উপজেলার বিভিন্ন স্থানের আমন চাষীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা কম থাকায় ধান ক্ষেতের তেমন ক্ষতি হয়নি। কিছু নিচু জমির ফুলে ফলে ভরা ধান গাছ লুঠে পড়লেও তেমন ক্ষতি হয়নি।

[৫] উপজেলা কৃষি বিভাগের লোকজনের মতে রাউজানে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। তাদের হিসাব মতে এই উপজেলায় আমন চাষাবাদ হয়েছে ১১ হাজার ৮১০ হেক্টর জমিতে। এবার উৎপাদন থেকে শুষ্কনো ধান পাওয়া যাবে ৫২ হাজার ২০ মেট্রিক টন। আর এই পরিমান ধান থেকে চাল পাওয়া যাবে ৩৪ হাজার ৭শ মেট্রিক টন।

[৬] সরেজমিনে পরিদর্শনে এই সময়ে ধান কাটার উৎসব চলছে উপজেলার উত্তারাংশের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর,গহিরা, রাউজান সদন ইউনিয়ন, কদলপুর এলাকায়। এসব এলাকায় কৃষি জমি উঁচু হওয়ার কারণে মৌসুমের শুরুতে চাষাবাদ করা সম্ভব হয়। দক্ষিণাংশের পশ্চিম গুজরা, বিনাজুরী, উরকিরচর, পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া, পূর্বগুজরা এলাকার বেশি ভাগ জমি নিচু। একারণে আমন বীজ তলা তৈরী হয় বিলম্বে।

[৭] উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল বলেছেন, উত্তারাংশের কৃষকদের লক্ষ্য থাকে আমন ধান কেটে ওই জমিতে সবজি ক্ষেত করার। একারণে তারা চাষাবাদে আগে যায়, ফলনও ঘরে তুলে সবার আগে। ধান কাটার সাথে সাথে এই এলাকার কৃষকরা বিভিন্ন জাতের মৌসুমী সবজি চাষে মনোযোগি হয়ে উঠে। তিনি জানান এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শতাধিক হেক্টর জমিতে মৌসুমী সবজি চাষ হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে বেগুন, কচু, টেরশ,চাল কুমড়া, মিষ্টি কোমড়াসহ বিভিন্ন ধরণের শাক।

[৮] উপজেলা কৃষি কর্মকর্তা সার্ব্বির আহমদ বলেছেন, রাউজানের কৃষকরা সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছেন। কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে কৃষকদের সুবিধা অসুবিধায় পরামর্শ দিয়ে আসছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়