শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদকবিরোধী সভায় শোয়েব আখতার, গতি বাড়াতে আমাকে ড্রাগ নিতে বলা হয়েছিলো

স্পোর্টস ডেস্ক : [২] ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তুলেন শোয়েব আক্তার। সে ম্যাচে ১০০.২ মাইল গতিতে একটি বল করেন তিনি। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই সর্বোচ্চ গতির বল। ক্যারিয়ারের পুরোটা জুড়েই বলের গতি দিয়ে সবার নজর কেড়েছেন শোয়েব।

[৩] এক সময় অবশ্য তার গতি নিয়ে শুনতে হয়েছে অনেক কথাই। ড্রাগ না নিলে কখনো ১০০ মাইলের বেশি গতিতে বল করা সম্ভব না বলেও অনেকে জানিয়েছিলেন শোয়েবকে। তবে তিনি জানিয়েছেন ড্রাগ নেয়া ছাড়াই সেটি সম্ভব করেছেন।

[৪] পুরো ক্যারিয়ারের কখনোই ড্রাগ নেননি বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানের এক মাদক বিরোধী সভায় অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় এমন দাবি করেছেন শোয়েব।

[৫] তিনি বলেন, যখন আমি ক্রিকেট খেলা শুরু করি। তখন আমাকে শুনতে হয়েছিল যদি জোরে বল করতে চাই এবং ১০০ মাইলের চেয়ে বেশি গতিতে বল করতে চাই তাহলে আমাকে ড্রাগ নিতেই হবে। কিন্তু আমি সবসময়ই সেটি প্রত্যাখান করেছি।

[৬] পাকিস্তানের হয়ে ৪৬ টি টেস্টে মাঠে নেমে ২৫.৬৯ গড়ে ১৭৮ উইকেট নেন শোয়েব। ১৬৩টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২৪৭ উইকেট। এছাড়াও ১৫ টি-টোয়েন্টিতে ১৯ উইকেট আছে ৪৪ বছর বয়সী সাবেক এই পেসারের। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়