শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা ফারুক ও আজিজুল হাকিম

ইমরুল শাহেদ: বুধবার সকাল ১১টায় হাসপাতাল থেকে ফিরেছেন তিনি।তাকে মঙ্গলবারই বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা। টিভি উপস্থাপক আনজাম মাসুদ এদিন রাতে জিনাত হাকিমের বরাত দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে উদগ্রীব মহলের উদ্বেগে একটা স্বাস্তি ফিরে এসেছেন।

আজিজুল হাকিম শুভন্যুায়ীদের কাছে তাদের সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জিনাত হাকিম গণমাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন, স্বাভাবিক খাবারও খাচ্ছেন। সেলফোনে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে শরীর এখনও বেশ দুর্বল। তাই চিকিৎসকদের পরামর্শ, বাসায় ফিরলেও লম্বা সময় বিশ্রামে থাকতে হবে ৬১ বছর বয়সী এই অভিনেতাকে। এরমধ্যে আজিজুল হাকিম, জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রিদোয়ান হাকিম (হৃদ) করোনা নেগেটিভ ফলাফল পেয়েছেন।

তিনজনই গত ১০ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত¡াবধানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন নিজেদের বাসায় অবস্থান করে। তবে ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গেল ১২ দিন হাকিম পরিবারের সদস্যদের কাটাতে হয়েছে এই হাসপাতালেই। স্ত্রী-পুত্রের শরীরের অবস্থা গুরুতর না হলেও আজিজুল হাকিমকে যেতে হয় লাইফ সাপোর্টে। বাবা, মা ও ভাইয়ের চিকিৎসা সেবায় এ সময় সার্বক্ষণিক পাশে ছিলেন মেয়ে নাযাহ হাকিম, তার স্বামী নাফিস ফুয়াদ শুভ, চাচা সোহেল হাকিমসহ অনেকেই।

এদিকে করোনামুক্ত হলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনিও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ নভেম্বর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন  ফারুক। ৯ দিনের মাথায় তিনি করোনামুক্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়