শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: ‘ধর্মীয় উগ্রবাদে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।গত ২ নভেম্বর তাকে আটক করা হয়েছে বলে দ্য স্ট্রেইটস টাইমসের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে।

আটক ফয়সালের সঙ্গে ফ্রান্সের হামলার কোনো সম্পৃক্ততা সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন বলে এমন তথ্য পেয়েছে।

তারা জেনেছে, ফয়সাল ইসলামিক স্টেটের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করার জন্য সিরিয়া যেতে চেয়েছিলেন এবং তিনি সিঙ্গাপুরে ছুরি কেনেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ফয়সাল দাবি করেন তিনি এসব অস্ত্র বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন।

তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে কোনো সহিংস কর্মকাণ্ড ঘটানোর কোনো পরিকল্পনা তার ছিল না।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রান্সবিরোধী’ পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে কর্মরত ১৫ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি।ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ১২জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে বলে তারা শুনেছেন।এই বাংলাদেশিরা বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাতে পারেন- এমন একটা ধারণা তারা পেয়েছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে বলেছেন।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়