শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পন, জামিন না মঞ্জুর

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চাঞ্চল্যকর স্কুলছাত্র জাকারিয়া আহমদ (১৭) হত্যা মামলার আসামি প্রবাস ফেরৎ আজিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার দীর্ঘ ৬ মাস পর মঙ্গলবার (২৪ নভেম্বর) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামি জামিন চাইলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৩] ঘাতক আজিম উদ্দিন একই উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মছুর উদ্দিন তোতার ছেলে। নিহত জাকারিয়া আহমদ একই গ্রামের ছালাহ উদ্দিনের ছেলে ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রার্থী ছিলো। কিন্তু রেজাল্ট বেরুনোর আগেই ঘাতক আজিম উদ্দিন নির্মমভাবে তাকে খুন করে পালিয়ে যায়।

[৪] এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, স্কুলছাত্র জাকারিয়া আহমদের বাবার মুদি দোকান থেকে গত ২১ মে সকালে বাকিতে সিগারেট কিনেন মছুর উদ্দিন তোতা মিয়া। সন্ধ্যার পর সিগারেটের ৮৫ টাকা আনতে গেলে স্কুলছাত্র জাকারিয়া আহমদের বাবা ছালাহ উদ্দিনকে গালিগালাজ শুরু করে দেনাদার তোতা মিয়ার ছেলে প্রবাস ফেরৎ আজিম উদ্দিন। তর্কাতর্কির এক পর্যায়ে সে ছালাহ উদ্দিনকে মারধর শুরু করে।

[৫] বাবাকে বাচাতে গেলে স্কুলছাত্র জাকারিয়া আহমদকে আজিম ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপরই ঘাতক আজিম আত্মগোপন করে। নির্মম এ খুনের ঘটনায় নিহতের বাবা ছালাহ উদ্দিন পরদিন আজিম উদ্দিনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

[৬] বড়লেখা আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, স্কুলছাত্র জাকারিয়া আহমদ হত্যা মামলার একমাত্র আসামী আজিম উদ্দিন মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন চায়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়