শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি: [২] সোমবার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।

[৩] গ্রেপ্তাররা হলো গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি পূর্বপাড়া কোনাপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ মোকসেদ আলী (৪২) ও একই এলাকার মোঃ আলমাছ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৮)।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এস এম শাকিল হাসান জানান, গত ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী পূর্বপাড়া (কোনাপাড়া) এলাকার জাকির হোসেনের পুকুর পাড়ে কাদার মধ্যে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ ডিসেম্বর পুলিশ বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে। পরে নিহত ওই নারীর নাম শিখা আক্তার বলে পুলিশ নিশ্চিত করে। তার বাড়ি কাপাসিয়ার আড়াল গ্রামে। তার স্বামী আল আমিন দুবাই প্রবাসী। শিখা আক্তার নগরীর ইপসা গেইট এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো। পরে মামলাটি গাজীপুর পিবিআই তদন্তের দায়িত্ব পায়।

[৫] তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাসন থানার টেকনগপাড়া থেকে মোকসেদ আলীকে এবং পোড়াবাড়ি কোনাপাড়া এলাকা থেকে সোমবার সকারে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

[৬] এঘটনায় গত সোমবার বিকালে আসামি মো.মোকসেদ আলী স্বেচ্ছায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়