শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমনওয়েল্থভুক্ত দেশগুলোর সমন্বয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনসহ ৫ দফা প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর

সোহেল রহমান: [২] কমনওয়েল্থভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পাঁচটি প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। প্রস্তাবগুলো হচ্ছে কমনওয়েল্থ বিটুবি ডিজিটাল কানেক্টিভিটি ও ডিজিটাল হাব স্থাপন করা; কমনওয়েল্থ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস তৈরি; কমনওয়েল্থভুক্ত দেশগুলোর জন্য ভার্চুয়াল প্রশিক্ষণ এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ এবং কমনওয়েল্থ ট্রেড অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠতে পদক্ষেপ গ্রহণ।

[৩] সোমবার রাতে কমনওয়েল্থভুক্ত দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত ‘কমনওয়েল্থ বিজনেস টু বিজনেস (বিটুবি) হাই লেভেল কানেক্টিভিটি ডায়লগ’ শীর্ষক এক ভার্চুয়াল সভার উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়। এটি ছিল বিটুবি বৈঠকের তৃতীয় সভা। এবারের সভার আলোচ্য বিষয় ছিলÑ ‘কানেক্টিং দ্য কমনওয়েল্থ প্রাইভেট সেক্টর ফর এ ডিজিটাল অ্যান্ড গ্রীন রিকভারি’।

[৪] প্রস্তাবগুলো উপস্থাপন করে বাণিজ্যমন্ত্রী বলেন, এজন্য কমনওয়েল্থকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।
বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছে, ডিজিটাল কমার্সের আওতায় এখন ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সে এর মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের মহিলারা। কোভিড-১৯ এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।

[৫] সভায় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েল্থ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-এর চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড অংশগ্রহণ করেন। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কমনওয়েল্থ সেক্রেটারি জেনারেল বারনেস পেট্রিসিয়া স্কটল্যান্ড।

[৬] অন-লাইনে প্যানেল আলোচনায় অংশ নেন- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জামাইকার ফরেন অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর এসোসিয়েশন-এর চেয়ারম্যান স্টিফেন লায়ন, কমনওয়েল্থ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়