শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯এ সেবা দেওয়ার জন্য তিনটি গাড়ি পেলো বগুড়া পুলিশ

বগুড়া প্রতিনিধি: [২] মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে গাড়িগুলো হস্তান্তর করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো.আব্দুল বাতেন পিপিএম বিপিএম (বার)।

[৩] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই জরুরি হেল্পলাইন সেবা নাম্বারটি ২০১৭ সালের ১২ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়। দিনরাত ২৪ঘণ্টা এই সেবা চালু থাকে।

[৪] বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ৯৯৯ নাম্বারে ফোন করা হলে প্রশিক্ষিত এজেন্টরা জরুরি ফায়ার সার্ভিস,পুলিশ ও এ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

[৫] বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, জেলা পুলিশের সীমিত যানবাহন কারণে বিভিন্ন সময় জরুরি সেবা দিতে সমস্যা হয়। পুলিশিং সেবা দ্রুত পৌছাতে জেলা পুলিশ নিজস্ব উদ্যােগে তিনটি গাড়ী সংগ্রহ করে '৯৯৯' জরুরি সেবায় সংযুক্ত করেছে। এই গাড়ীগুলো জেলার বিভিন্ন এলাকায় ৯৯৯ থেকে আসা কলগুলোকে সেবা প্রদান করবে। ৯৯৯ এর জন্য আলাদা গাড়ি বগুড়া জেলাতেই প্রথম চালু করা হয়েছে।

[৬] গাড়ীগুলো হস্তান্তর শেষে ডিআইজি মোঃ আব্দুল বাতেন পিপিএম বিপিএম (বার) বলেন, ২০১৭ সালে ৯৯৯ এর সেবা চালুর পর থেকে বিনা খরচে দেশের সব মানুষ এই সুবিধা পাচ্ছে। বগুড়া জেলা পুলিশকে ৯৯৯ সেবায় যে তিনটি গাড়ী দেওয়া হলো তার ফলে এই সেবার গতি ও মান আরও বৃদ্ধি পাবে। যা সারাদেশের জন্য রোল মডেল হতে পারে।

[৭] উক্ত গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার, আব্দুর রশিদ, সনাতন চক্রবর্তী, মোতাহার হোসেন, গাজীউর রহমান ও সদর সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদসহ বগুড়া সদর থানার অফিসার ইচার্জ (ওসি) হুমায়ন কবীর ও জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়