লালমনিরহাট প্রতিনিধি: [২] প্রায় ৪৫ কোটি টাকার ব্যয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নির্মিত হচ্ছে কেএনএস মা ও শিশু বিশেষায়িত হাসপাতাল। হাসপাতালটির কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
[৩] মঙ্গলবার উপজেলার কাশিরাম গ্রামে এ বিশেশায়িত হাসপাতালটির কাজের অগ্রগতি ও গুণগতমান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন সমাজকল্যাণ মন্ত্রী।
[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে আধুনিক স্বাস্থ্য সেবা পৌচ্ছে দেয়ার লক্ষে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তার এই নির্দেশনায় বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি আমরা। এরেই ধারাবাহিকতায় সমাজকল্যাণ মন্ত্রালয়ের বিশেষ উদ্যেগে এই বিশেষায়িত হাসপাতালটি নির্মিত হচ্ছে। এই হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের বিশেষ যত্নে আধুনিক স্বাস্থ্য সেবা পাবে।
[৫] এ সময় লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদ, কেএনএস উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান সামছুজ্জামান আহমেদ ভুট্টু, কালীগঞ্জ থানার ওসি আরজু মো.সাজ্জাত, উপজেলায় যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
[৬] প্রায় ৪৫ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এ হাসপাতালটি সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় বেসরকারী সংস্থা কেএনএস উন্নয়ন সংস্থার যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে এবং গণপূর্ত বিভাগ নির্মাণ কাজের তদারকি করছে। পরিকল্পনা মন্ত্রালয়ের আর্থসামাজিক বিভাগের স্বাস্থ্য উইং এ বছরের শুরুর দিকে এই হাসপাতালটির নির্মাণের অনুমোদন দেয়। সেখানে বলা হয় হাসপাতালটি নির্মান ব্যয়ের ৮০ শতাংশ সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় এনজিও কেএনএস উন্নয়ন সংস্থা অর্থয়ান করবে। আগামী বছরের ডিসেম্বরে এটি উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।