শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অরুন্ধতী একজন দুর্দান্ত অভিনেত্রীও, অরুন্ধতী রায়ের জন্মদিনে জানালেন নোবেলজয়ী অভিজিৎ দম্পত্তি

দেবদুলাল মুন্না: [২] অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ফরাসি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলো মঙ্গলবার অরুন্ধতী রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিটিভিতে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে একথা বলেন। অভিজিৎ বলেন, আমি অরুন্ধতী রায় অভিনীত ‘ম্যাসেই সাহিব’ নামের সেই মুভিটি দেখে অভিভূত। এক উপজাতি তরুণীর চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন। এস্তার দুফলো বলেন, অরুন্ধতী রায় ২০০০ সাল থেকে কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের একজন বিচারক। তার এ পরিচয়ই বলে দেয় তিনি কতোটা সিনেমাবোদ্ধা।

[৩] ১৯৮৪ সালে চিত্রনির্মাতা প্রদীপ কৃষাণের সাথে পরিচয় হয় অরুন্ধতীর। সেসময় নিজের নির্মিত একটি চলচ্চিত্রে অরুন্ধতীকে একটি চরিত্র দেন প্রদীপ। ‘ম্যাসেই সাহিব’ নামের সেই ছবিটি বেশ কিছু পুরস্কারও পায়। পরবর্তীতে অরুন্ধতী আর প্রদীপ কৃষাণ বিয়েও করেছিলেন।

[৪] তাদের মিলিত প্রচেষ্টায় ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে একটি টিভি সিরিজ, ‘ইন হুয়িচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ও ‘ইলেকট্রিক মুন’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৩ সালে ‘আপকো প্যাহলে ভি কাহি দেখা হ্যায়’ ছবিতে অভিনয় করেন তিনি। প্রথমটির জন্যে সেরা চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পান অরুন্ধতী।

[৫] অরুন্ধতী রায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর ভারতের আসাম রাজ্যের শিলংয়ে অরুন্ধতী জন্মগ্রহণ করেন।দ্য গড অব স্মল থিংস উপন্যাসের জন্যে ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন অরুন্ধতী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়