শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোলে এবার আমন ধানের দাম পেয়ে খুশি কৃষকরা

জোহরুল ইসলাম: [২] চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাকডাকা ভোর হতে রাত অবধি পর্যন্ত চলছে ধান কাটাই মাড়াই এর উৎসব। মাঠের মধ্যে বানানো খৈলান থেকে গেরস্থ বাড়ির আঙ্গিনা সর্বত্র এখন একই রকম দৃশ্য। নতুন ধানের সোঁদা গন্ধে ছাড়িয়ে আছে চারিদিক। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, মাঠের প্রায় বেশির ভাগ ধান কাটা হয়ে গেছে। ফলনও মন্দ নয়।

[৩] বিঘা প্রতি ফলন মিলছে সতের থেকে আঠারো মণ পর্যন্ত। দাম ও হাজার টাকার উপরে। মণ প্রতি ধান প্রকার ভেদে খৈলান থেকে বিক্রি হয়ে যাচ্ছে হাজার হতে এগার’শ টাকা মণ দরে। এর আগে যেখানে আটশো টাকা মণ দরে ধান বিক্রি করতে কৃষককে হিমসিম খেতে হয়েছে। এবার শুরুতে এমন দাম পেয়ে খুশি কৃষক। এবার আবহাওয়া অুনুকুল থাকায় সেচ খরচ যেমন কম লেগেছে, তেমনি আবার রোদ্র থাকায় পোকা মাকড়ের উপদ্রব কম ছিল। সব মিলিয়ে উৎপাদন খরচ কম হয়েছে। আবার এখন ফলন আর দাম দুই বেশি হওয়ায় খুশি আবাদকারীরা।

[৪] নাচোল উপজেলার খেসবা গ্রামের আব্দুর রহিম জানান,এ বছর আমি ১০বিঘা রোপা আমন ধানের চাষ করেছিলাম। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় ধান উৎপাদনে তেমন একটা খরচ না হলেও ধানের মূল্য বেশি থাকায় আমরা খুব কৃষি। আমি তিন বিঘা জমির ধান মাড়াই করে বিঘা প্রতি ১৭/১৯মন ঘরে তুলেছি। এবার ধানের যেমন দাম রয়েছে তেমনি উৎপাদন ও ভালো রয়েছে। সব মিলিয়ে আমরা কৃষক খুব খুশি।

[৫] নেজামপুর গ্রামের কৃষক করিম জানান ৫ বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছি বিঘা প্রতি উৎপাদন খরচ প্রায় ৭হাজার টাকা থেকে ৮হাজার টাকা হয়েছে। এ বছর ধানের দাম থাকায় খরচ বাদে ভালো লাভ থাকবে। তার প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে ১৮ থেকে ১৯ মণ।

[৬] সিংরোইল এলাকার মতি জানান,আমরা এবার ধানের নায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে খুব খুশি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিকে ধন্যবাদ জানায়।ধান ব্যবসায়ী রবু জানান, এখনো আমরা পুরোদমে ধান কেনা বেচা শুরু করিনি। তবে প্রতিমণ ধান ১ (এক) থেকে ১১শ’ টাকায় বেচা কেনা চলছে।

[৭] নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ জানান, এ বছর রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার ৪শ’ ৬৫হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ২৩হাজার ১শ’ ৬০ হেক্টর জমিতে। উপজেলায় মোট আবাদি জমি প্রায় ২৫হাজার হেক্টর এর মধ্যে প্রায় ৩শ’হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফলের বাগানের চাষ হচ্ছে।

[৮] বিভিন্ন জাতের ধানের মধ্যে রয়েছে স্বর্ণা, ব্রিধান-৫১ ও ৫২, জিরাশাইল। এবছর বিঘাপ্রতি ধানের ফলন হচ্ছে ১৮থেকে ১৯মণ ফলে উপজেলায় মোট আবাদী জমিতে ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৩লক্ষ ৩শ’ মণ ধরা হয়েছে। এতে উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় রপ্তানি করা যাবে বলে আশা করছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়