শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় আলু চাষের রেকর্ড মাঠে কর্মব্যস্ততায় চাষীরা

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়ায় গত কয়েক বছর আলুতে ব্যাপক লোকসান গুনেছেন আলু চাষীরা। তবে চলতি বছর বাজারে আলুর চাহিদা ও দাম ভালো পাওয়ায় এবার রেকর্ড পরিমান জমিতে আলু রোপন করা হয়েছে। কৃষকরা বলছেন বীজ আলু, শ্রমিকের মুজুরী ও টিএসপি সার সংকট দেখিয়ে দাম দ্বিগুন হওয়ায় খরচ এবার অনেক বেড়ে গেছে। কৃষি অফিস ধারণা করছেন, অনুকুল আবহাওয়া বিরাজ করলে এবার আলুর বাম্পার ফলন হবে।

[৩] উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, গত বছর উপজেলায় মোট এক হাজার হেক্টোর জমিতে আলুর চাষ করা হয়। তবে এবার এক হাজার ২০০ হেক্টোর জমি প্রাথমিক ভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। আগামী কয়েকদিনে আরো শতাধিক একর আলু রোপন করা হতে পারে। আর অনুকুল আবহাওয়া বিরাজ করলে উৎপাদন হবে প্রায় ৩০ হাজার ৫শ’ মে.টন আলু। এর মধ্যে বিএডিসি বীজ আলু রয়েছে ৮৫ একর ও প্রদর্শনী প্লট রয়েছে ২ একর। এছাড়া এ বছর পরীক্ষামূলক ভাবে বিদেশে রপ্তানি যোগ্য আলুর রোপন করা হয়েছে ২ একর।

[৪] উপজেলার কানাইপাড়া গ্রামের সফল আলু চাষী অধ্যাপক শাখাওয়াত হোসেন মুন্সি বলেন, এ বছর আমার প্রায় ২০ বিঘা জমিতে আলু রোপন করা হয়েছে। এর মধ্যে বিদেশে রপ্তানি উপযোগি ৬ বিঘা, বিএডিসির প্রদর্শনী প্লট ৬ বিঘা জমি। বাকি ১৪ বিঘা আলু রোপন করা হয়েছে বিএডিসির বীজ ব্লকে। তিনি বলেন, চলতি মৌসুমে কৃষি উপকরণ টিএসপি সার সংকট, আলুর বীজ ও লেবারের খরচ বিগত বছরের তুলনায় অনেক বেশী। যার কারণে এবার প্রতি বিঘা আলুর জমিতে খরচ হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা।

[৫] আলু চাষী রফিকুল ইসলাম বলেন, এ বছর বাজারে রেকর্ড পরিমাণ দামে আলু বেচা-কেনা হয়েছে। যার কারণে অনেকেই এবার আলু চাষ করছেন। তবে এবার বীজ আলু প্রতি মণ এক হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে কৃষকরা বাজারে চাহিদা অনুসারে বিএডিসির বীজ পাচ্ছেন না।

[৬] যার কারণে অনেকই লোকাল বীজ রোপন করছেন। এদিকে স্বল্প আয়ের অনেক চাষি আছেন যারা বেশী লাভের আশায় মহাজনের নিকট থেকে চড়া সুদে ঋণ নিয়ে ইজারা বা বর্গা জমিতে আলু রোপন করছেন। তবে এবার আলু যে দরে বিক্রি হয়েছে তা আগামী বছর থাকবে না। যার কারণে ঋণের মাধ্যমে লিজ নেয়া জমিতে আলু রোপন করে অনেকেই লোকসানের মুখে পড়তে পারেন।

[৭] উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়া বলেন, বিগত বছরের তুলনায় এবার চাষিরা আলুর দাম ভালো পেয়েছেন। যার কারণে এ বছর চাষিদের আলু চাষের আগ্রহ অনেক বেড়েছে। অনুকুল আবহাওয়া বিরাজ করলে এবং সময় মত আলু ক্ষেতে সঠিক পরিচর্যা করতে পারলে এ বছর আলুর উৎপাদন আরো ভালো হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়