শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০০ বছর আগে ভারত থেকে চুরি হওয়া দেবীমূর্তি ফেরত দিয়েছে কানাডা

দেবদুলাল মুন্না:[২] দেবী অন্নপূর্ণার মূর্তি ১৯১৩ সালে চুরি হয়েছিল। ভারতে বেড়াতে এসে কানাডিয়ান নাগরিক ম্যাকেঞ্জির নজরে পড়ে এই দেবীমূর্তি। কোনও এক অজ্ঞাত ব্যক্তি বেনারসের ঘাটের কাছে একটি মন্দির থেকে এই মূর্তি চুরি করে এনে দেন ম্যাকেঞ্জিকে।

[৩] গতকাল মঙ্গলবার মোদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কানাডা সরকারকে অভিনন্দন জানানো হয়। এর আগে গত শুক্রবার কানাডা সরকারের পক্ষ থেকে এ মূর্তি হস্তান্তর করা হয়। গত শনিবার পিবডি এসেক্স মিউজিয়ামের ভারতীয় ও দক্ষিণ এশিয়ার শিল্পের কিউরেটর ড. সিদ্ধার্থ ভি শাহ প্রথম শনাক্ত করেন এই মূর্তিকে। খবর, জি নিউজ ও সাউথ এশিয়ান মনিটর।

[৪] কানাডা সরকার 'এটা ছিল এক ঐতিহাসিক ভুল' এমন ব্যাখ্যা করে দুই দেশের সম্পর্কের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিয়েছে। কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে সংরক্ষিত ছিল দেবী মূর্তিটি। যার নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জির সংগ্রহে ছিল এই মূর্তি। শিল্পী দিব্যা মেহরা প্রথম এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গ্যালারি কর্তৃপক্ষকে জানান, অন্তত ১০০ বছর আগে এই মূর্তি ভারত থেকে চুরি যায়।

[৫] কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. থমাস চেজ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই মূর্তি প্রত্যর্পণের কথা জানান। এর আগে ২০১৫ সালের এপ্রিল মাসে খাজুরাহো মন্দির থেকে চুরি যাওয়া আরেক মূর্তি ভারতকে ফিরিয়ে দেয় কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়