শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বাচলে আগামী অক্টোবর থেকে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের কাজ শুরু

সুজিৎ নন্দী: [২] রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প অত্যাধুনিক হলেও শেষ মুহূর্তে ডিজাইনের পরিবর্তন করা হয়েছে। এরই মধ্যে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শুরু হয়েছে। শুরুতে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন হবার কথা থাকলেও আপাতত তা করা হচ্ছে না।

[৩] রাজউক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর নির্মাণ পরিকল্পনার সময় ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন তৈরির দায়িত্ব ডেসকোর ওপর দেয়া হয়।

[৪] ডেসকো সূত্র জানায়, প্লট উন্নয়নের কারণে আপাতত বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে মাঝে মাঝে ডিজাইন পরিবর্তন করার কারণে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

[৫] সূত্র মতে, আবাসিক প্লট আছে প্রায় ২৫ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ১৯ হাজারের বেশি প্লট হস্তান্তর হয়েছে। কিন্তু নাগরিক পরিষেবা না থাকায় প্রকল্প এলাকা এখনো বাসযোগ্য হয়নি।

[৬] প্রকল্পটি পাসের পর রাজউক ২০০৪, ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালে এর নকশা সংশোধন করে। এরপর নকশায় আর কোনো পরিবর্তন আনতে গেলে আদালতের প‚র্বানুমতির নির্দেশনা ছিল। কিন্তু অনুমতি না নিয়ে ২০১৭ সালে পঞ্চমবারের মতো নকশা সংশোধনের উদ্যোগ নেয় রাজউক। পঞ্চম সংশোধনীতে প্রায় ১০০ একর জায়গায় ‘আইকনিক টাওয়ার’, আবাসিক প্লটের সংখ্যা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক প্লট কাটাছেঁড়া (বর্তমানে আদালতের নির্দেশে বন্ধ আছে), হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা বৃদ্ধিসহ গুরুত্বপ‚র্ণ কিছু পরিবর্তন আনা হয়। সম্পাদনা: রায়হান রাজীব ,সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়