শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বাংলাদেশের বন্ধু’ আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মৃত্যু

মাছুম বিল্লাহ: [২] বাংলাদেশ লাগোয়া ভারতের আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তরুণ গগৈ (৮৫) মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ৬টার দিকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

[৩] তরুণ গগৈয়ের ছেলে সাংসদ গৌরব গগৈ টেলিফোনে আমাদের নতুন সময়কে এ খবর নিশ্চিত করে বলেন, ‘করোনা পরবর্তী উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং আরও খারাপ হতে শুরু করে। শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন।’

[৪] বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণকারী প্রবীণ এই কংগ্রেস নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

[৫] অগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন তরুণ গগৈ। করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

[৬] বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে তার ইতিবাচক ভূমিকা ছিল। এ ছাড়া আসামে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে ছিলেন সরব। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘শেখ হাসিনার কারণে আজ উত্তর-পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়