শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহার-নবাবগঞ্জে কৃষি ও পর্যটন শিল্পের দারুণ সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার নিকটবর্তী দোহার ও নবাবগঞ্জ উপজেলা। কৃষি ও প্রবাসী অধ্যুষিত উপজেলা দুটিতে রয়েছে ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা। ঢাকার নিকটবর্তী পদ্মা ও আড়িয়াল বিলসংলগ্ন দোহার ও নবাবগঞ্জ জনপদ দুটি সরকারি সহায়তায় গড়ে উঠতে পারে কৃষি ও পর্যটন শিল্প এলাকা হিসেবে। এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষগুলোর।বণিক বার্তা

এখানকার কৃষকরা সারা বছর উৎপাদন করছেন নানা জাতের ধান, পাট, শাকসবজি, আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, বাদাম, সরিষা, তিল। প্রতি বছর দোহার ও নবাবগঞ্জে পিচ ফলেরও বাম্পার ফলন হচ্ছে। বাঙ্গি, পেঁপে, কলা, কুল, বেল, লেবু, লিচু, আতাফল, আমড়া, জাম, আম, কাঁঠাল ইত্যাদি অর্থকরী ফসলও উৎপাদন হচ্ছে। এসব ফসল ও ফল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের চাহিদা মেটাচ্ছে।

দোহারে রয়েছে গান্ধী আশ্রম ও মুক্তিযুদ্ধ জাদুঘর (প্রস্তাবিত)। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের স্মৃতিবিজড়িত বসতবাড়ি মালিকান্দা গ্রাম। এখানেই তিনি জন্মগ্রহণ করেন। রয়েছে পদ্মার তীরবর্তী মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মৈনটঘাট। মহাকবি কায়কোবাদের জন্মস্থান নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া, কলাকোপা ও বান্দুরা এলাকাজুড়ে রয়েছে নানা প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনা, যা দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার মতো। এর মধ্যে অন্যতম খেলারাম দাতার বাড়ি, যা খেলারাম দাতার কোঠা বলেও পরিচিত। ডাকাতি করা লুণ্ঠিত সম্পদ সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিতেন বলে তার নাম হয় খেলারাম দাতা। বেশ কয়েকটি গম্বুজবিশিষ্ট এ বাড়ি শুটিং স্পট হিসেবে ব্যবহূত হয়ে আসছে। কিছুদিন আগে ভবনটি সংস্কার করে প্রত্নতত্ত্ব বিভাগ।

কলাকোপায় অবস্থিত ঐতিহ্যবাহী জমিদারবাড়িটি ব্রিটিশ আমলের শেষ দিকে নির্মাণ করেন স্থানীয় হিন্দু জমিদার সুদর্শন রায়। বাড়িটি বর্তমানে ‘জজবাড়ি’ নামে পরিচিত। বাড়ির সামনে বিশাল প্রাঙ্গণ। কলাকোপায় আরো দেখা যাবে ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি, লোকনাথ সাহার বাড়ি (মঠবাড়ী বা তেলিবাড়ী), মধু বাবুর পাইন্নাবাড়ি, পোদ্দারবাড়ি, কালীবাড়ি। এখানকার অনেক ভবনের নির্মাণশৈলীর সঙ্গে ব্রিটিশ আমলে তৈরি পুরান ঢাকার হিন্দু জমিদার বাড়িগুলোর মিল পাওয়া যায়। জজবাড়ির পাশের ভগ্নপ্রায় বাড়িটির নাম কোকিলপেয়ারী জমিদার বাড়ি। কালের সাক্ষীর হয়ে দাঁড়িয়ে থাকা এ বাড়ির প্রতিটি অংশজুড়ে খেলা করছে আলো-ছায়া।

কোকিলপেয়ারী জমিদার বাড়ির ডান দিকের চিকন পথ ধরে একটু সামনের দিকে এগোলেই হাতের বামে পড়বে তেলেবাড়ী। ইছামতী নদীর কোলঘেঁষে দাঁড়িয়ে থাকা এ তেলেবাড়ীতে এখন আনসার ও ভিডিপির ২৯ ব্যাটালিয়নের বসবাস।

মাহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সাক্ষী গান্ধীর মাঠ। গান্ধীজী ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় এ অঞ্চলে এসেছিলেন এবং এখানে সভা করেছিলেন। সেই থেকে মাঠটির নাম গান্ধীর মাঠ।

মহাকবি কায়কোবাদ ১৮৫৭ সালে নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে তিনি কাজের স্বীকৃতি হিসেবে নিখিল ভারত কর্তৃক ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত হন। নবাবগঞ্জে রয়েছে জপমালা রাণীর গির্জা, বান্দুরা ভাঙা মসজিদ, বান্দুরার হাসনাবাদ গির্জা, সহজেই সবাইকে আকৃষ্ট করে।

সরেজমিন দেখা যায়, নবাবগঞ্জের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে স্থানীয় শিল্পপতি ও উদ্যোক্তারা স্বপ্ন দেখছেন। কয়েক বছরের ব্যবধানে কলাকোপায় আধুনিক শিশুতোষ পার্ক গড়ে উঠেছে। কৃষি ও প্রবাসী অধ্যুষিত নবাবগঞ্জ ও দোহারের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে কৃষি ও পর্যটন শিল্প, এমনটা ভেবে অনেকে এগিয়ে আসছেন। এ বিষয়ে বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি আবুল হোসেন বলেন, এখন অনেক স্থানীয় উদ্যোক্তা পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। নবাবগঞ্জ ও দোহারের পর্যটননির্ভর শিল্প বিকাশে স্থানীয় শিল্পপতি-উদ্যোক্তারা এগিয়ে আসুন—এটা আমরা সবাই চাই। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়