শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশফেরতরা নিয়ম না মানলে জরিমানা, ভ্যাকসিন না পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কঠিন হবে : জাতীয় পরামর্শক কমিটি

শিমুল মাহমুদ: [২] অনেক যাত্রী করোনা টেস্ট ও রিপোর্ট ছাড়া দেশে আসছেন। এসব যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সরকারের দিনে প্রতি জনে এক হাজার টাকা করে খরচ হচ্ছে। যাত্রীদের জন্যও ১৪ দিনের কোয়ারেন্টাইন কষ্টকর হচ্ছে, আর এজন্য সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এয়ারলাইন্সকে যাত্রার ৭২ ঘণ্টার আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রীদের নিয়ে আসতে নিষেধ করা প্রয়োজন। সেই কোভিড টেস্ট করতে হবে আরটি-পিসিআরের মাধ্যমে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। বিমানবন্দর (বিশেষত ঢাকা), সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনার রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদের ভুয়া রিপোর্ট সর্ম্পকে সতর্ক থাকতে হবে।

[৪] রোববার কমিটির ২২তম সভায় জরিমানা করার সুপারিশসহ আরও কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

[৫] এতদিন দেশের ঝুঁকিপূর্ণ ও ষাটোর্ধ্ব নাগরিক, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ফ্রন্টলাইনের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এবার করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি ১৮ বছরের ওপরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মতামত দিয়েছে। কমিটি বলেছে, ছাত্রছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়