শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলা ও অর্থনীতির ভারসাম্য রক্ষায় বিশ্বের জন্য মডেল হতে পারে বাংলাদেশ. বলছেন লেখক ও সাংবাদিক উইলয়াম পেসেক

আসিফুজ্জামান পৃথিল: [২] পেসেক টোকিও ভিত্তিক বিখ্যাত সাংবাদিক। সাংবাদিকতার জন্য পেয়েছেন বেশ কিছু বিশ্ব পুরস্কারও। নিক্কি এশিয়ান রিভিউতে লেখা এক কলামে তিনি কোভিড মোকাবেলায় বাংলাদেশের নেয়া উদ্যোগগুলোর ব্যাপক প্রশংসা করেছেন। তার মতে উন্নত দেশগুলোরও বাংলাদেশ থেকে শেখার অনেক কিছুই আছে।

[৩] পেসেক বলেন, মে মাসে সবার ধারণা ছিলো দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। এর কারণ হিসেবে বলা হচ্ছিলো জনসংখ্যার ভারে ন্যুজ শহর, বাজে স্বাস্থ্য ব্যবস্থা আর এ ধরনের দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতার অভাবকে। বিশেষত বাংলাদেশের কথা অনেক বার বলা হচ্ছিলো। কিন্তু নভেম্বরে আমরা দেখছি, সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশে করোনায় মারা গেছেন ৬ হাজারের কিছু বেশি। যা নিউ ইয়র্কের কুইন্স এলাকার চেয়ে এক হাজার কম।

[৪] বাংলাদেশ এবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষমাত্রা ৪ শতাংশ নির্ধারণ করেছে। প্রতিবেশি ভারত এই সাহস দেখাতে পারেনি। আইএমএফ বলছে বাংলাদেশ গড় আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে চলেছে। ১১ বছর ধরে বাংলাদেশ শাসন করছেন শেখ হাসিনা। তার শাসন নিয়ে প্রচুর সমালোচনা করেন অনেকেই। কিন্তু হেনরি কিসিঞ্জার বাস্কেট কেস বলে যে দেশটিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সে দেশটি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বেশি লাভের ভাগ তুলে নিয়েছে।

[৫] ২০১৭ সালে বাণিজ্য যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি লাভ তুলেছিলো ‘মিনি চায়না’ ভিয়েতনাম। তাদের কোভিড মোকাবেলার প্রশংসাও হচ্ছে। অথচ কেউ বলছে না, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার মতো বড় ধরণের করোনা স্রোত মোকাবেলা করেনি। বাংলাদেশ এখন ভিয়েতনাম থেকে ব্যবসা যে শুধু কেড়েই নিচ্ছে তাই নয়, যেভাবে করোনা আর অর্থনীতির ভারসাম্য রক্ষা করেছে তা প্রশংসা যোগ্য। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়