সুজন কৈরী : [২] রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে রিভলবার ও গুলিসহ একজন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতের নাম মনিরুজ্জামান ওরফে মনির (৩০)।
[৩] রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, শনিবার রাতে ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল কাফরুলের পূর্ব শেওড়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি রিভলবার ও ৬ রাউন্ডও গুলি ও ২টি মোবাইল ফোনসেটসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মনিরুজ্জামান পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে কাফরুল থানাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধা মত স্থানে সাধারন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করছিলেন।
[৫] আটক মনিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।