শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়ায় চলতি মৌসুমে রোপা আমন ধানের ফলন ভাল হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে কৃষকরা এবছর ধান চাষে লাভের মুখ দেখবেন। তাই তারা মনের আনন্দে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন।

[৩] মাঠ ভরা ধান আর তাই কৃষকের মুখভরা হাসি, এখন রুপা আমন ধান কাটার উপযুক্ত সময় তাই তারা মাঠে কাস্তে হাতে নিয়ে শুরু করেছে ধান কাটার কাজ। কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৮৮ হাজার ৮৬২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশী। আর তা থেকে ২ লক্ষ ৯৩ হাজার ২৪৫ মেট্রিক টন ধান অর্জিত হবে।

[৪] এবছর কুষ্টিয়া অঞ্চলে আবহাওয়া অনুকলে থাকায় ধানের ফলনও ভাল হয়েছে। এখন ধান কাটা-মাড়াই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানীরা। অগ্রহায়নের সেই ভরা ক্ষেতের মত ধানের ফলন ভাল হওয়ায় কৃষকদের মুখ ভরা রয়েছে মধুর হাসি। ধান চাষে কৃষকদের বিঘা প্রতি খরচ হয়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। আর বিঘা প্রতি ধান উৎপাদন হচ্ছে ২০ থেকে ২৫ মন।

[৫] প্রতিবছর চাষিদের ধান ভালো না হওয়া ও দাম না পাওয়ায় মাঠ থেকে ধান কাটার শ্রমিক পেতো না, তবে এবার ধান ভালো হওয়ায় ও দাম ভালো পাওয়ায় শ্রমিকরা মাঠের ধান কাটছে নিরদিধায়। কৃষকরা সামনে ধানের চাষ আরো বৃদ্ধি করবেন বলে আশা করেন। কৃষি বিভাগের পরামর্শ ও প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় এবছর ধানের ফলন ভাল হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়