শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন-চীন বিপর্যয় সম্পর্কে বাইডেনকে সতর্ক করলেন কিসিঞ্জার

রাশিদুল ইসলাম : [২] ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ও রাজনৈতিক সংকটকে প্রথম বিশ^যুদ্ধের পর্যায়ের সংকট বলে অভিহিত করেন। বলেন এ সংকট থেকে বিশে^ বিপর্যয়ের শুরু হতে পারে।

[৩] কিসিঞ্জার বললেন ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা পুনরুদ্ধার করতে বাইডেন প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে এধরনের সংকট ঝুঁকিপূর্ণ হয়ে সামরিক দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়াতে পারে।

[৪] সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন অতীতের চাইতে সামরিক প্রযুক্তি এখন সহজলভ্য হওয়ায় এধরনের সংকট নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সহযোগিতামূলক কোনো কাজের ভিত্তি না থাকলে বিপর্যয় ঘটে যেতে পারে।

[৫] ৯৭ বছরের এ ঝানু মার্কিন কূটনীতিক বলেন যুক্তরাষ্ট্র ও চীন কূটনৈতিকভাবে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ক্রমবর্ধমান সংঘাতে দিকে ঝুঁকছে। ব্লুমবার্গের নিউজ এডিটর-ইন-চিফ জন মিকলেথওয়েটকে দেয়া এক সাক্ষাতকারে কিসিঞ্জার বলেন অবস্থার পরিবর্তন না হলে এমন কিছু সংকট দেখা দেবে যা বক্তৃতা ছাড়িয়ে পরিস্থিতি প্রকৃত সামরিক দ্বন্দ্বের দিকে চলে যাবে।

[৬] কিসিঞ্জার আশা করেন বাইডেন প্রশাসন কাজ শুরু করার পর চীনের সঙ্গে কোভিড পরিস্থিতি রাজনৈতিক আলোচনার সূচনা করবে। ১৯৭২ সালে হেনরি কিসিঞ্জার সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীন সফর করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়