শিরোনাম

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আদনান হোসেন: [২] ধামরাইয়ে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।

[৩] রোববার (২২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়।

[৪] উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

[৫] কৃষি কর্মকতা মোঃ আরিফুল হাসান জানান, ৫ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে পুনর্বাসনের আওতায় সার ও বীজ বিতরণ এবং ২০ হাজার ৬০জন কৃষকের মাঝে প্রনোদনা বিতরণ করা হয়।

[৬] এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্ত। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়