শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিনিস্টার গ্রুপ রাজশাহীর সাইফউদ্দিন চোট পেয়ে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়লেন

স্পোর্টস ডেস্ক : [২] বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপ ২০২০’কে সামনে রেখে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত বিশ্রামে আছেন তিনি। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলার কথা সাইফের।

[৩] রোববার (২২ নভেম্বর) মিরপুর একাডেমি গ্রাউন্ডে ওয়ার্ম আপের সময় চোট পান সাইফ। মাঠেই নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। মিনিস্টার গ্রুপ রাজশাহীর এক সুত্র জানিয়েছে, স্ক্যান করে পরবর্তী অবস্থা জানা যাবে। তবে সোমবার আবার অনুশীলনে নামবেন এই পেস বোলিং অলরাউন্ডার।

[৪] মিরপুরে সাইফউদ্দিনকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছে। এ দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহী দলের মোহাম্মদ আশরাফুল। সাইফউদ্দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ফুটবল খেলতে গিয়ে চোট বাঁধিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার।

[৫] আশরাফুল বলেন, আপডেটটা তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। হালকা ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে। আসন্ন টি - টোয়েন্টি কাপকে সামনে রেখে কোভিড-১৯ টেস্টে সেরে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্যে পজিটিভ হয়েছেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আশরাফুল-সাইফদের রাজশাহী ও তারুণ্যনির্ভর দল বেক্সিমকো ঢাকা। রাজশাহী দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

[৬] মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড: মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকের আলী, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও সানজামুল ইসলাম। - বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়