শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুয়েতেমালার পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

লিহান লিমা: [২] শনিবার হাজারো বিক্ষোভকারী গুয়েতেমালার রাজপথে দুর্নীতিগ্রস্থ পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ ও বিতর্কিত বাজেট বাতিলের দাবিতে বিক্ষোভ করে। এ সময় একদল তরুণ বিক্ষোভকারী কংগ্রেস ভবন বেয়ে উঠে যায় ও ভেতরে আগুন ধরিয়ে দেয়। আশেপাশে সাদা পোশাকে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেয় নি। পরে দাঙ্গা পুলিশ এসে কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। প্রায় ১০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিবিসি/গার্ডিয়ান/আল জাজিরা

[৩] গত বুধবার রাতে দেশটির পার্লামেন্টে পাশা করা এক বিলে মানবাধিকার বিষয়ক কর্মসূচি ও বিচার সংক্রান্ত খরচ কমিয়ে সংসদ সদস্যদের খাবার ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাড়ানো হয়। বাজেটে অপুষ্টি প্রতিরোধে ২৫ মিলিয়ন ডলারের একটি বরাদ্দও পুরোপুরি বাতিল করে দেয়া হয়। পরে প্রতিবাদের মুখে পুনরায় বরাদ্দ ফেরানো হলেও বিক্ষোভ থামে নি।

[৫] বিক্ষোভকারীরা বলছেন, বাজেটে বড় বড় প্রকল্পের কাজ হতে নিয়ে তা সরকারের ঘনিষ্ঠ কোম্পানিগুলোকে দেয়া হয়েছে। চরম দুর্নীতি চলছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর ক্ষতিগ্রস্ততা কাটাতে কোনো পদক্ষেপ নেয়া হয় নি।

[৬]প্রায় ৭ হাজারের মতো বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেইয়েসহ ১২৫জন আইনপ্রণেতার পদত্যাগের দাবী জানান। দেশটির ভাইস প্রেসিডেন্ট গিলেরমো ক্যাসিলোও দেশের স্বার্থে প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

[৭] মধ্য আমেরিকার এই দেশটিরর অধিবাসীরা দীর্ঘদিন ধরেই অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন। গত মাসে দুইটি ঘূর্ণিঝড়, বন্যা-ভূমিধসে ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। করোনা মহামারীতে আরো বেড়েছে ক্ষুধা ও দারিদ্র্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়