শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা

ডেস্ক রিপোর্ট: নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।
নতুন হলেও এই পদ্ধতি বেশ সাড়া ফেলেছে তরুণ উদ্যোক্তাদের মাঝে। চারিদিকে পরিখা খনন করে পানি নিষ্কাসন ও প্রয়োজনে সেচ দিয়ে যেমন হচ্ছে ফল চাষ তেমনি হচ্ছে মাছ চাষ।

জমি থেকে মাটি কেটে উঁচু করে আড়া বাঁধা হয়। আড়ার ফাঁকে তৈরি করা হয় নালা। আড়ার ওপরে বিভিন্ন শাকসবজি আর নালাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকে সর্জন পদ্ধতি বলে।

২০১৭ সালে এই সর্জন পদ্ধতিতে নাটোর শহরে নিজেদের ৩০ বিঘা জমিতে মিশ্র ফলবাগান ও মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।

এখন তার গ্রীন পার্কে দার্জিলিং কমলা, বারি ও মিশরীয় দুই জাতের মাল্টা, নানা রঙের ড্রাগন ফল ও মাছ চাষ হচ্ছে। পাশাপাশি চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন।

তার সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন সর্জন পদ্ধতির বিষয়ে। এছাড়া, প্রদীপের খামারে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদুল ইসলাম।

সর্জন পদ্ধতিতে মিশ্র ফলচাষের সাফল্য আরো যুব এবং তরুণ উদ্যোক্তাকে সাবলম্বী হতে আগ্রহী করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়