শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা

ডেস্ক রিপোর্ট: নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।
নতুন হলেও এই পদ্ধতি বেশ সাড়া ফেলেছে তরুণ উদ্যোক্তাদের মাঝে। চারিদিকে পরিখা খনন করে পানি নিষ্কাসন ও প্রয়োজনে সেচ দিয়ে যেমন হচ্ছে ফল চাষ তেমনি হচ্ছে মাছ চাষ।

জমি থেকে মাটি কেটে উঁচু করে আড়া বাঁধা হয়। আড়ার ফাঁকে তৈরি করা হয় নালা। আড়ার ওপরে বিভিন্ন শাকসবজি আর নালাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকে সর্জন পদ্ধতি বলে।

২০১৭ সালে এই সর্জন পদ্ধতিতে নাটোর শহরে নিজেদের ৩০ বিঘা জমিতে মিশ্র ফলবাগান ও মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।

এখন তার গ্রীন পার্কে দার্জিলিং কমলা, বারি ও মিশরীয় দুই জাতের মাল্টা, নানা রঙের ড্রাগন ফল ও মাছ চাষ হচ্ছে। পাশাপাশি চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন।

তার সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন সর্জন পদ্ধতির বিষয়ে। এছাড়া, প্রদীপের খামারে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদুল ইসলাম।

সর্জন পদ্ধতিতে মিশ্র ফলচাষের সাফল্য আরো যুব এবং তরুণ উদ্যোক্তাকে সাবলম্বী হতে আগ্রহী করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়