শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা

ডেস্ক রিপোর্ট: নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।
নতুন হলেও এই পদ্ধতি বেশ সাড়া ফেলেছে তরুণ উদ্যোক্তাদের মাঝে। চারিদিকে পরিখা খনন করে পানি নিষ্কাসন ও প্রয়োজনে সেচ দিয়ে যেমন হচ্ছে ফল চাষ তেমনি হচ্ছে মাছ চাষ।

জমি থেকে মাটি কেটে উঁচু করে আড়া বাঁধা হয়। আড়ার ফাঁকে তৈরি করা হয় নালা। আড়ার ওপরে বিভিন্ন শাকসবজি আর নালাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকে সর্জন পদ্ধতি বলে।

২০১৭ সালে এই সর্জন পদ্ধতিতে নাটোর শহরে নিজেদের ৩০ বিঘা জমিতে মিশ্র ফলবাগান ও মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।

এখন তার গ্রীন পার্কে দার্জিলিং কমলা, বারি ও মিশরীয় দুই জাতের মাল্টা, নানা রঙের ড্রাগন ফল ও মাছ চাষ হচ্ছে। পাশাপাশি চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন।

তার সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন সর্জন পদ্ধতির বিষয়ে। এছাড়া, প্রদীপের খামারে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদুল ইসলাম।

সর্জন পদ্ধতিতে মিশ্র ফলচাষের সাফল্য আরো যুব এবং তরুণ উদ্যোক্তাকে সাবলম্বী হতে আগ্রহী করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়