শিরোনাম
◈ ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি ১০ নভেম্বর পর্যন্ত ◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা

ডেস্ক রিপোর্ট: নাটোরে সর্জন পদ্ধতিতে ফল ও মাছ চাষে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।
নতুন হলেও এই পদ্ধতি বেশ সাড়া ফেলেছে তরুণ উদ্যোক্তাদের মাঝে। চারিদিকে পরিখা খনন করে পানি নিষ্কাসন ও প্রয়োজনে সেচ দিয়ে যেমন হচ্ছে ফল চাষ তেমনি হচ্ছে মাছ চাষ।

জমি থেকে মাটি কেটে উঁচু করে আড়া বাঁধা হয়। আড়ার ফাঁকে তৈরি করা হয় নালা। আড়ার ওপরে বিভিন্ন শাকসবজি আর নালাতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করাকে সর্জন পদ্ধতি বলে।

২০১৭ সালে এই সর্জন পদ্ধতিতে নাটোর শহরে নিজেদের ৩০ বিঘা জমিতে মিশ্র ফলবাগান ও মাছ চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা জুলহাস নবী প্রদীপ।

এখন তার গ্রীন পার্কে দার্জিলিং কমলা, বারি ও মিশরীয় দুই জাতের মাল্টা, নানা রঙের ড্রাগন ফল ও মাছ চাষ হচ্ছে। পাশাপাশি চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন।

তার সাফল্য দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন সর্জন পদ্ধতির বিষয়ে। এছাড়া, প্রদীপের খামারে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদুল ইসলাম।

সর্জন পদ্ধতিতে মিশ্র ফলচাষের সাফল্য আরো যুব এবং তরুণ উদ্যোক্তাকে সাবলম্বী হতে আগ্রহী করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়