সিরাজুল ইসলাম: [২] ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার আবু ধাবিতে পৌঁছান। শনিবার তিনি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। আলজাজিরা
[৩] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি। তারপরও আগামী জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে বাধ্য হবেন। এর আগেই পম্পেও সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন। দীর্ঘ এই সফরে আবু ধাবি পৌঁছানোর আগে তিনি ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া ও ইসরায়েল সফর করেছেন। যদিও এসব দেশের সরকারগুলো ইতোমধ্যে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে।
[৪] মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক আগের থেকে যে কোনও দিক থেকেই আরও গভীর ও বিস্তৃত হয়েছে। সফরের সময় মাইক পম্পেও আমিরাত-ইসরায়েলের নতুন সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে কাজ করবেন।
[৫] সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ। চুক্তির সময় আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় দুই হাজার তিনশ’ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সম্মতি দেয় ট্রাম্প প্রশাসন।