শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: রোহিঙ্গাদের নিয়ে চীন-ভারত খেলছে, বাংলাদেশ মানবতা শেখাচ্ছে বিশ্বকে

রবিউল আলম : রোহিঙ্গাদের নিয়ে চীন-ভারত খেলছে, বাংলাদেশ মানবতা শেখাচ্ছে বিশ^কে। বাংলাদেশ কিংবা শেখ হাসিনা রোহিঙ্গাদের জীবনরক্ষা ও আশ্রয় দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি। আশ্রয়স্থলের জন্য ভাসানচরে পুনর্বাসন প্রকল্প গড়ে তুলেছেন। মানুষকে মানুষের মতো বাঁচানোর জন্য। চীন-ভারত রাজনীতি করছেন মানবতাহীন ব্যবসার জন্য।

এই চীন, ভারত আমরা দেখিনি। মাও সেতুংয়ের গণচীন সম্পর্কে জাতির জনক বঙ্গবন্ধুর লেখা পড়েছি। মিসেস ইন্দিরা গান্ধীকে আমরা একাত্তরে দেখেছি, দেখেছি ভারতবাসী কীভাবে আমাদের পাশে থেকে মানুষকে রক্ষা করেছে। নরেন্দ্র মোদি কি ইতিহাস থেকে কিছুই নেবেন না? বন্ধুত্ব এক পক্ষ হয় না। শেখ হাসিনা রোহিঙ্গা নিয়ে রাজনীতি করতে চায় না, চায় না রোহিঙ্গা চরিত্রে বাংলাদেশ মাদকের স্বর্গ রাজ্য গড়ে উঠুক।

আমরা রোহিঙ্গাদের মানুষের মতো মানুষ করে বিশ^কে উপহার দিতে পারবো ভাসানচরে পুনর্বাসনের মাধ্যমে। বাংলাদেশকে একটু সহায়তা করুন। চীন তো আমাদের উন্নয়ন সহযোগী, কেন বারবার প্রশ্নবিদ্ধ করছেন। জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাবনা, আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, বিশ্ব হত্যার রাজনীতির অংশ বাংলাদেশ হতে চায় না। বাংলাদেশ বিশ^ শান্তির প্রতীক হতে চায়।

চীন-ভারতের বন্ধুত্বকে সম্মান করতে চায়। বিশ্বকে দেখাতে চায় অস্ত্র ছাড়া, যুদ্ধ ছাড়াও পৃথিবী জয় করা যায়, মানবতাকে জয় করার মাধ্যমে। শেখ হাসিনা আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন, ধর্মের চাইতে মানুষ বড়, মানুষকে বাঁচাতে না পারলে ধর্ম বিস্তার করা যাবে না। মুসলমান, খ্রিস্টান, হিন্দু হতে পারবেন বেঁচে থাকলে, বাঁচানো গেলে, রাজনীতিও করতে পারবেন। সময়ের দাবি মানুষ বাঁচান, বাঁচতে দিন, এই পৃথিবী গড়তে দিন শেখ হাসিনাকে। রোহিঙ্গা পুনর্বাসনে সহায়তা করুন। লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়