শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান একাডেমি মাঠটি কোথায় হচ্ছে?

রাহুল রাজ : [২] সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পোস্ট মানেই প্রতিক্রিয়া আর মন্তব্যের ছড়াছড়ি। গত শনিবার ২১ নভেম্বর সাকিবের এক ফেসবুক পোস্ট দেখে অবশ্য অনেকেই দ্বিধায় পড়ে গেলেন। অনেকে ভাবচ্ছেন সাকিব কি নিজস্ব মাঠ প্রস্তুত করছেন? নিজের একাডেমির মাঠ? এই মাঠ কোথায় হচ্ছে?

[৩] বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের মত সাকিবেরও আছে নিজের নামে ফাউন্ডেশন। ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’এর অন্যতম মূল উদ্দেশ্য ক্রিকেট একাডেমি তৈরি করা। সাকিব নিজেও একাধিকবার জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি একাডেমি তৈরির ইচ্ছা তার।

[৪] এদিকে শনিবার ২১ নভেম্বর মাঠের সবুজ গালিচায় পানি দেওয়ার ভিডিও দেখে মাঠটিকে সাকিবের একাডেমি ভাবাই স্বাভাবিক, যখন পোস্টটি করা হয় সাকিবের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে। ‘ড্রিম ডু কাম ট্রু’ বা ‘স্বপ্ন সত্য হয়’ ক্যাপশনে পোস্টটি করেন সাকিব।

[৫] তবে সাকিবের পোস্ট করা ভিডিওর মাঠটি অবশ্য সাকিবের নয়। এটা সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠ। নিষেধাজ্ঞাকালে সাকিব যখন বিকেএসপিতে ট্রেনিং করেছিলেন, ঐ সময় এই ভিডিও ক্লিপ ধারণ করেছিলেন।

[৬] বিকেএসপির এই সাজানো-গোছানো মাঠের মতোই সাকিব নিজের স্বপ্নের মাঠটি তৈরি করতে চান। সেজন্যই নিজের অফিশিয়াল পেইজে বিকেএসপির মাঠের ভিডিও ক্লিপ দিয়েছেন। এমনটিই জানা গিয়েছে।

[৭] উল্লেখ্য, করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।

[৮] আর নিজের নামের একাডেমি মাঠের জন্য ইতিমধ্যে সাকিব নিজ জেলা মাগুরা এবং পূর্বাচল ৩০০ ফিটে জায়গা পরিদর্শনও করেন। তবে এখনো জায়গা ঠিক হয়নি, তাই ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। - ফেসবুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়