শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত

স্বপন দেব: [২] শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চৌমুহনা চত্ত্বরে এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

[৩] উক্ত কর্মসূচীতে বর্ধিত এলাকার জনগণসহ পৌরসভার সহ¯্রাধিক নাগরিকরা যোগ দিয়েছেন। কর্মসূচী পালনকালে ঢাকা-সিলেট মহা সড়কে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানবাহন আটকে যায়। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে।

[৪] অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গল পৌরসভা ১৯৩৫ সালে ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত হয়। সর্বশেষ পৌরসভাটি ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। ১৯৮১ সালে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের গ্যাজেট প্রকাশিত হলেও দীর্ঘ ৩৯ বছরেও তা বাস্তবায়িত হয়নি। এতে পৌরবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

[৫] এসময় বক্তারা বলেন সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি পৌরসভার নির্বাচন হয়েছিল। কিন্তু বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও পৌরসভার নির্বাচন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা অবিলম্বে প্রসাশক নিয়োগ করে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের দাবি জানান।

[৭] দীর্ঘ সময় থেকে বর্ধিত এলাকার নাগরিকরা পৌরসভাকে কর প্রদান করলেও তারা পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এমন অভিযোগ তুলে ধরে বক্তারা আরও বলেন, নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হলে পর্যটন নগরী শ্রীমঙ্গলের উন্নয়ন ত্বরান্বিত হবে তাই অতি দ্রুত সময়ের মধ্যে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার দাবি জানান পৌরবাসী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়