শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল অর্থের নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] তিন দলের ন্যাশনাল ট্রায়াঙ্গুলার টি-টোয়েন্টি উইমেন্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবকিছুই চূড়ান্ত করে ফেলেছে তারা। এবার শুধুমাত্র মাঠে খেলা গড়ানোর পালা।

[৩] তবে গেল বারের মতো এবারও তাদের টুর্নামেন্টে থাকবে কোনো বিদেশি ক্রিকেটার। অংশ নেওয়া তিনটি দল হলো পিসিবি ব্লাস্টার্স, পিসিবি চ্যালেঞ্জার্স ও পিসিবি ডায়নামাইটস।

[৪] ১.৭ মিলিয়ন পাকিস্তানি রুপির সেই টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল ২২ নভেম্বর থেকে। ডাবল রাউন্ড লিগের পর ১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আসরের।

[৫] রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ১ মিলিয়ন পাকিস্তানি রুপি। এছাড়া রানার্সআপ ৫ লাখ পাকিস্তানি রুপি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ৫০ হাজার পাকিস্তান রুপি। এছাড়া প্রতি ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় পাবেন ২০ হাজার রুপি করে। - ক্রিকইনফো

[৬] পিসিবি চ্যালেঞ্জ : মুনিবা আলি (ক্যাপ্টেন), আসমা আমিন (উইকেটরক্ষক), আইমান আনোয়ার, আয়েশা নাসিম, আরোব শাহ, বিসমাহ মারুফ, ফাতিমা সানা, কায়নাত হাফিজ, নিদা দার, সাদিয়া ইকবাল, সাইমা মালিক, সাদাফ শামস, সাবা নাজির, ওয়াহিদা আক্তার।

[৭] পিসিবি ব্লাস্টার্স : আলিয়া রিয়াজ (ক্যাপ্টেন), আনাম আমিন, আনোশা নাসির, হাফসা আমজাদ, হুরাইনা সাজ্জাদ, জেভেরিয়া খান, জাবেরিয়া রউফ, খাদিজা চিশতি, মাহাম তারিক, নাতালিয়া পারভেজ, নরিন ইয়াকুব, সিদ্রা আমিন, সিদ্রা নওয়াজ (উইকেটরক্ষক), তুবা হাসান।

[৮] পিসিবি ডায়নামাইটস : রামিন শামিম (ক্যাপ্টেন), আইমা সালিম, আয়েশা জাফর, ডায়ানা বেগ, হাফসা খালিদ, ইরাম জাবেদ, কায়নাত ইমতিয়াজ, নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাহিদা খান, নাশ্রা সুন্ধু, ওমাইমা সোহেল, সুবহানা তারিক, মাসুমা জেহরা ফাতিমা, উম্মে হানি। - পাঞ্জাব টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়