শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামবাসী কখনো আওয়ামী লীগের সঙ্গে বেঈমানী করেনি: মৎস্যজীবী লীগ

সমীরণ রায়: [২] আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সাইদ বলেছেন, চট্রগ্রামের পুন্যভুমির মানুষ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, শেখ হাসিনার সঙ্গে ছিলো। বিএনপি জামায়াতের শাসন আমলে ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১৩টি জীবনের বিনিময়ে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার জীবন রক্ষা করেছেন। আগামী দিনেও এ অঞ্চলের মানুষ আওয়ামী লীগের সঙ্গে থাকবে।

[৩] এসময় সাইদুর রহমান সাইদ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমকে মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পাশাপাশি রেজাউল করিমকে মৎস্যজীবী লীগ সুসংগঠিত করতে অনুরোধ জানান।
[৪] শুক্রবার চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

[৫] মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, এই কর্মী সমাবেশ জনসমাবেশে রুপান্তরিত হয়েছে। চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের কাউন্সিল ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও জনসমাবেশে সম্মেলন ঘোষণা করেন তিনি।

[৬] তিনি বলেন, আগের যেকোনো সময় আওয়ামী মৎস্যজীবী লীগ অনেক বেশী সুসংগঠিত চট্টগ্রামে।

[৭] এর আগে সকালে ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির নেতারা চট্টগ্রামের পথে রওনা হলে কুমিল্লা, ফেনী, মিরেরশড়াই তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান স্থানীয় মৎস্যজীবী লীগ নেতাকর্মীরা।

[৮] চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোতাবেক তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর, মৎস্যজীবী লীগের সাংগনিক সম্পাদক আবদুল গাফফার কতুবী, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক চৌধুরী, জাফর আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়