শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ বাংলাদেশের প্রতিচ্ছবি

মনিরুল ইসলাম: [২] হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমৃত্যু শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করেছেন। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন হয়ে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে মাসব্যাপী বিশেষ এই প্রর্দশনী আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

[৩] শুক্রবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নে দর্শনাথীর ভিড় দেখা গেছে। ছুটির দিন হওয়ায় দর্শনাথীর সংখ্যা অন্যদিনের তুলনায় বেশি বলে জানান জাতীয় সংসদের নিরাপত্তার শাখার কর্মকর্তা মো. মঞ্জুরুল হোসাইন। সাভার ব্যাংক কলোনী থেকে ব্যাংকার রফিকুল ইসলাম এসেছেন বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। সাথে তার সহধর্মিণী ও শিশু পুত্র। তিনি বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে।

[৪] গত ১৫ নভেম্বর রাতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

[৫] প্যাভিলিয়নে ১৮০টি আলোকচিত্র, ভিডিও চিত্র, ডিজিটাল পিভিসি প্রিন্ট, কারাকক্ষের ছোট স্থাপনা, ‘মুজিব কোর্ট’, চশমা, পাইপের ডামি, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১৩৪টি বইসহ অনেক রকমের উপকরণ দিয়ে সাজানো হয়েছে। এ প্রর্দশনী কেবল মুজিবময়ই নয়, এক ঝলকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে।

[৭] সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোনায় একটি সুদৃশ্য প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। যার ভিতরে-বাইরে বঙ্গবন্ধুর স্মরণে বিভিন্ন আলোকচিত্র ও বঙ্গবন্ধুর ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের প্রতিটি ঘটনা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে প্রতিটি আন্দোলন-সংগ্রামে জাতির জনকের ভূমিকা। একইসঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কর্মকাণ্ড।

[৮] প্রদর্শনীতে আলোকচিত্র ও প্রামাণ্য দলিলে পাকিস্তানের গণপরিষদ, স্বাধীন দেশে নতুন সংবিধান প্রণয়ন ও সংসদে বঙ্গবন্ধুর কাজগুলো ফোকাস করা হয়েছে। জাতির পিতার দূরন্ত শৈশব, দীপ্ত তারুণ্য, ১৯৪৭ ভারত বিভাগ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি,দুর্লভ পারিবারিক মুহুর্তে জাতির পিতা,হোম থিয়েটার, দৃশ্য গল্পে বঙ্গবন্ধু, ধানমন্ডি ৩২ নং বাসভবনের চিত্র, রাষ্ট্রভাষা আন্দোলন, বাঙ্গালীর মুক্তির সনদ, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, লক্ষ জনতার স্বাগতমে বাংলাদেশের নতুন দিন’ শিরোনামে আলোক চিত্রে তুলে ধরা হয়েছে ইতিহাস। প্যাভিলিয়নের মধ্যে বড় পর্দায় দেখানো ও বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর দেওয়া বিভিন্ন ভাষণ। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়