স্বপন দেব: [২] করোনাকালিন সময়ে দীর্ঘ মন্দা বাজার ব্যবস্থার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নানাভাবে কষ্টে থাকলেও নির্বাচনকে ঘিরে সবাই ব্যস্ত সময় পার করছেন।
[৩] আগামী শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শহরের বালিকা উচ্চ বিদ্যালয়কে ভোট কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন নির্বাচন পরিচালনা পর্ষদ। শেষ মুহূর্তে বেশ জোরে সুরে চলছে প্রচারণা।
[৪] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিনরাত ভোটারদের কাছে গিয়ে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন। অনেক প্রার্থী আবার বিশাল বহড় সাথে নিয়ে গণ-সংযোগ করছেন।
[৫] কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির এ বছর নির্বাচন পরিচালনা পর্ষদের আহবায়কের দায়িত্বে আছেন খন্দকার লুৎফুর রহমান। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন সিপার আহমেদ। তাদের সহযোগী হিসেবে রয়েছেন সদস্য মো. চেরাগ আলী, সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী ও মো. বদরুল ইসলাম।
[৬] অধিকাংশ ভোটারদের অভিমত এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হবে। ভোটাররা প্রত্যেক প্রার্থীই যোগ্য বলে মনে করেন।
[৭] নির্বাচন পরিচালনা পর্ষদেও সূত্রে জানা যায়, কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। নির্বাচনে ১১টি পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ৮টি ওয়ার্ডে একজন ওয়ার্ড সম্পাদক ও দুইজন ওয়ার্ড সদস্য পদে লড়ছেন ৪৯ জন প্রার্থী।
[৮] কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান বলেন, ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটারগণ যাতে ভোট দিতে পারে সে জন্য সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।