শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মুর নাগরোটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৪

ইমরুল শাহেদ: [২] ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের নাগরোটায় বেন টোল প্লাজার কাছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

[৩] কয়েকজন সন্ত্রাসী পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনীর ওপর আকস্মিক গুলি বর্ষণ শুরু করলে ঘটনার সূত্রপাত হয়। জম্মুর জেলা পুলিশ প্রধান শ্রীধর পাতিল গণমাধ্যমকে বলেছেন, সন্ত্রাসীরা একটি গাড়িতে লুকিয়ে ছিল।

[৪] কর্মকর্তারা জানিয়েছেন, পরে অভিযানে সেনা বাহিনীও এগিয়ে আসে। গোলাগুলির কারণে এ সময় জম্মু-শ্রীনগরের হাইওয়েটি বন্ধ হয়ে যায়। নাগরোটা ও উদমপুর এলাকায় গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি।

[৫] এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তারা ছিল জৈশ-এ-মোহাম্মদের সদস্য। সংঘর্ষে একজন পুলিশ সদস্যও আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা একটা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল এবং এজন্যই তারা কাশ্মীর উপত্যকার দিকে যাচ্ছিল।

[৬] সিসিটিভির ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকায় একটি ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। ট্রাকটির ড্রাইভারের কোনো হদিশ পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থা থেকে ১১টি একে-৪৭ রাইফেল, তিনটি পিস্তল এবং ২৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

[৭] সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং এদিনের সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ’র যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসীদের হামলার তুলনা করেছেন। তিনি বলেছেন, গাড়িতে চড়েই টোল প্লাজায় পৌঁছায় সন্ত্রাসীরা। এর আগে পুলওয়ামায়ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করে সন্ত্রাসীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়