শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউইয়র্ক নগরীর সব স্কুল বন্ধ থাকলেও জিম, বার ও রেস্টুরেন্টে যেতে পারবে শিক্ষার্থীরা

রাশিদুল ইসলাম : [২] কোভিড সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের শিক্ষাপ্রতিষ্ঠান ১৯ নভেম্বর থেকে ফের বন্ধ ঘোষণা করা হলেও জিম, বার ও রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে। সিএনএন/ফক্স

[৩] নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও জানিয়েছেন, করোনা সংক্রমণের হার ৩ শতাংশ অতিক্রম করায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর ‘থ্যাংকস গিভিং ডে’ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

[৪] এক সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন বলেন, নিরাপত্তার জন্য স্কুল বন্ধ ঘোষণা করতে হচ্ছে। সব স্কুলভবন সম্পূর্ণ বন্ধ থাকবে। সিদ্ধান্তটি কারও জন্য সুখের নয়। শিক্ষাকার্যক্রম ভার্চুয়ালি চলবে।

[৫] এদিকে নিউইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা এক বিবৃতিতে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবারের স্বাস্থ্যনিরাপত্তা আমাদের প্রধান আগ্রাধিকার। এসব বিবেচনা করেই সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউইয়র্কেই করোনায় ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

[৬] শীত আসায় নিউইয়র্কে দ্বিতীয় দফার সংক্রমণে হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। বাসাবাড়িতে ১০ জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

[৭] এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব ‘থ্যাংকস গিভিং ডে’ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যসেবীরা সমাবেশ ও ঘরের পার্টি এড়িয়ে চলার জন্য পরামর্শ দিচ্ছেন।

[৮] হান্নাহ নিকোল জোন্স নামে এক ব্যক্তি টুইটে প্রতিক্রিয়া জানিয়ে বলেন স্কুল বন্ধ রেখে জিম, রেস্টুরেন্ট ও বার খোলা রাখা লজ্জাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়