শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাই পুলিশের সদরদপ্তরে প্রতিবাদের রঙ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

লিহান লিমা: [২] প্রশাসন বিক্ষোভকারীদের দাবী প্রত্যাখ্যান করার পর বুধবার দিনব্যাপী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪০জন বিক্ষোভকারী আহত হওয়ার পর মধ্যরাতে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা রয়্যাল পুলিশ হেডকোয়ার্টার রঙ আর গ্রাফিতি দিয়ে রাঙ্গিয়ে দেয়। বিক্ষোভকারীরা পুলিশের সদরদপ্তরে কাঁচের বোতল, রংয়ের গ্যালন নিক্ষেপ করে। দেয়ালজুড়ে লিখে দেয় প্রতিবাদী গ্রাফিতি। বৃহস্পতিবার সকালে প্রশাসন পুলিশের হেডকোয়ার্টার সাদা রঙ দিয়ে বার্নিশ করার পরও থেকে যায় প্রতিবাদের বর্ণিল চিহ্ন। রয়টার্স/বিবিসি/আল জাজিরা

[৩]বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন সংবিধান ও রাজতন্ত্রের সংস্কারের দাবীদারদের বিরুদ্ধে সব আইন প্রয়োগ করা হবে। সহিংসতার ঝুঁকি রয়েছে। এখনই পদক্ষেপ না নেয়া হলে দেশ এবং প্রিয় রাজতন্ত্রের ক্ষতির আশঙ্কা রয়েছে।’

[৪] গত কয়েক মাস ধরে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বাধীন এই বিক্ষোভে আন্দোলনকারীরা সেনা প্রবর্তিত সংবিধান সংস্কার, ২০১৮ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান ওচার পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কারের দাবী জানিয়ে আসছেন। বিক্ষোভকারীরা স্বচ্ছ এবং গণতান্ত্রিক সরকারপদ্ধতির দাবী জানিয়ে বলছেন, জনগণের ভোটে নির্বাচিত একজন এমপিই প্রধানমন্ত্রী হতে পারবেন। থাইল্যান্ডের বর্তমান আইনে দেশটির পার্লামেন্ট একজন অ-নির্বাচিত ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারে।

[৪] আগামী ২৫ নভেম্বর ক্রাউন প্রপার্টি ব্যুরোর সামনে র‌্যালি করার পরিকল্পনা করেছেন বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়