শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুক ওয়াসিফ: সাকিব-মাশরাফির যে বিচ্যুতিগুলো দেখছি, সেগুলোর জন্ম যতোটা না তাদের খাসলতে, তার চেয়ে বেশি পরিস্থিতির ফেরে

ফারুক ওয়াসিফ : সাকিব উচ্চাভিলাষী, পরিশ্রমী, সাকিব গোঁয়ার, সাকিব যা তা। এমন কাউকে হয়তো প্রিয় বন্ধু ভাবা যায় না। কিন্তু যে ওপরে ওঠে তাকে অনেক ঝড়-ঝাপটা পোহোতে হয়। অনেক রকম ফাঁদ ও প্রলোভন সামলাতে হয়।

অনেকসময় বাধ্য হয়ে কৌশলগত কারণে অনেক কিছু করতে হয়। না হলে ময়দানবের গ্রাসে পড়ে হারিয়ে যেতে হয়। সাকিব-মাশরাফির যে বিচ্যুতিগুলো দেখছি, সেগুলোর জন্ম যতোটা না তাদের খাসলতে, তার চেয়ে বেশি পরিস্থিতির ফেরে। সুস্থ পরিস্থিতিতে তারা হয়তো অন্যরকম হতেন। যে জাতীয় দুর্দশার মধ্যে আমরা পড়েছি, তা থেকে সেরা খেলোয়াড়েরাও রেহাই পাবেন, এমন আশা হলো সুপারম্যান চাওয়ার আশা।

জাতীয় সম্পদের মতো জাতীয় বীরদের সুরক্ষা দেবার একটা দায়িত্ব রাষ্ট্রের থাকে। তাদের আগলে রাখা, পরামর্শ দেওয়া এবং অস্থিরতা থেকে আড়াল করার এই দায়টা আমাদেরও।

সমালোচনা করুন, কিন্তু যে বাস্তবতার মধ্যে আমরা আছি, সেটাকে এড়িয়ে ব্যক্তিকে দোষাণো কতোটা ইনসাফের কাজ হয়? কে কখন কী করেন, কার জন্য করেন, কোন চাপে করেন তা যদি না জানি, তাহলে কাজটা নিয়ে মত দিতে পারি কিন্তু কাজ-অকাজের দায়ভার একজনের ওপর চাপাতে পারি না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়