শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি ছিলো না: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দলীয় প্রভাবমুক্ত হয়ে দেশ পরিচালনা করা হয়েছিল জনগণের কল্যাণে। তাই ক্ষমতায় যাওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। বুধবার বনানী কার্যালয়ে সিলেট জেলার জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

[৩] এসময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান-এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন সিলেট জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব কুনু মিয়া, মোহাম্মদ আলী হাসেন সরকার ও সুধীন্দ্র দাশ শুভ্রসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী ও ব্যবসায়ী।

[৪] বিরোধীদলীয় উপনেতা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি দলই টিকে আছে এবং থাকবে, বাকি সব দল ঝরে যাবে। এর মধ্যে জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যখন যে সাংগঠনিক নির্দেশ দেয়া হবে তা মেনে চলতে হবে।

[৫] প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্তি মহাসচিব এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হোনের মঞ্জু ও সিলেট জেলার সাধারণ সম্পাদক উসমান আলী চেয়ারম্যান।

[৬] বিশেষ অতিথির বক্তৃতায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, এরশাদ জেলখানায় বসে নির্বাচন করেও দুইবার পাঁচটি করে আসনে জয়লাভ করেন। তিনি যে নিন্দিত ছিলেন না তার প্রমাণ, লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি পৃথিবীকে বিদায় জানিয়েছেন।

[৭] এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বুধবার এক সাংগঠনিক আদেশে তপন চক্রবর্তীর (চট্টগ্রাম) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। সেই সাথে চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও চেয়ারম্যানের কার্যালয়ের সমন্বয়কারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়