শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা যেভাবে বঙ্গবন্ধুর ভাষণের অডিও পেয়েছি সেভাবেই প্রচার করেছি: স্পীকার

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমরা যা পেয়েছি তাই বাজিয়ে শোনানো হয়েছে।

[৩] বুধবার দুপুরে সংসদে বঙ্গবন্ধুর ভাষণের এডিটেড কপি সম্প্রচার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ প্রসঙ্গে স্পীকারের কাছে জানতে চাইলে এই প্রতিবেদকে তিনি একথা বলেন।

[৪] গত ১৫ নভেম্বর বিশেষ অধিবেশনে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধা জানাতে সাধারণ প্রস্তাব গ্রহণের আগে ১৯৭২ সালের ৪ নভেম্বর সংসদে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের অডিও শোনানো হয়। স্টিল ছবি যুক্ত করে সংসদে প্রচারিত এই ভাষণটি সম্পাদনা করে প্রচার হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে। সংসদে প্রচারিত ভাষণে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা নিয়ে যে কথা বলেছিলেন, তা বাদ পড়েছে।

[৫] সংসদে বঙ্গবন্ধুর ভাষণের অডিও বাজানোর পর যুক্তরাষ্ট্র প্রবাসী গবেষক মাহবুবুর রহমান জালাল তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সংসদে বঙ্গবন্ধুর ভাষণ এডিট করে প্রচার করার কথা তুলে ধরেন। সুইজারল্যান্ড প্রবাসী ব্লগার অমি রহমান পিয়ালও এ বিষয়টি উল্লেখ করেন।

[৭] বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, জাতির পিতার ভাষণের লিখিত কপি ও অডিও শুনে তার সত্যতাও পাওয়া গেছে। অবশ্য বিষয়টি সংসদের নজরেও এসেছে। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে বলা হয়েছে, এই ভাষণটি তারা বাংলাদেশ বেতার থেকে সংগ্রহ করে সম্প্রচার করেছেন।

[৮] তবে সংসদ সচিবালয়ে আইন শাখায় যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন এক কর্মকর্তা। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়