শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ডিলারের বাসা থেকে ওএমএস’র চাল উদ্ধার

ফেনী প্রতিনিধি : [২] ফেনীতে নির্দিষ্ট গুদামে না থেকে ডিলারের বাসায় মিললো খোলা বাজারে বিক্রয়ের (ওএমএস) চাল। মঙ্গলবার রাতে শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় ডিলার নবী আলমের হাজেরা ম্যানশনে অভিযান চালিয়ে ৯ বস্তা চাল উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। এ সময় আরো ২০টি খালি বস্তা উদ্ধার করা হয়।

[৩] অভিযানের তথ্য পেয়ে আত্নগোপনে চলে যায় ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সরকার অনুমোদিত ডিলার নবী আলম।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানতে পারি নবী আলম নামীয় এক ডিলার সরকারি চাল মজুত করে অন্যত্র বিক্রি করেন। সংবাদের সূত্র ধরে ডিলার নবী আলমের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

[৫] তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন অভিযুক্ত নবী আলম সরকারি চাল ন্যায্য মূল্যে বিক্রি না করে তার বাসায় এনে মজুত করতো। এখানে বস্তা পরিবর্তন করে বেশি দামে অন্যত্র বিক্রি করে।

[৬] সরকারি চাল বাসায় রাখা প্রসঙ্গে নবী আলমের স্ত্রী হাজেরা বেগম জানান, এলাকার গরীব আত্মীয় স্বজনদের কাছে বিক্রির জন্য তিনি চালগুলো বাসায় এনেছিলেন।

[৭] নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, বুধবার নবী আলমের ওএমএস ডিলারশীপ বাতিলের জন্য ফেনী সদর নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে। অভিযানে জব্দকৃত চাল খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়