শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর দক্ষিণখানের কাওলার ছান্দারটেক এলাকয় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিষেশায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার ভোর রাতে এ অভিযান চালায় এটিইউ’র এর একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহিরুল ইসলাম টিটু (৩২), মো. রাশিদুল ইসলাম ওরফে হৃদয় (২৩), আল মাহমুদ (২৫) ও মো. মুজাহিদ (১৮)।

তাদের মধ্যে গ্রেপ্তার মাহমুদ ঢাকা মহানগরী ও গাজীপুর দক্ষিণ এলাকায় সংগঠন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ছিলেন বলে এটিইউ জানতে পেরেছে।

এটিইউ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি সিপিইউ, বিপুল পরিমান উগ্রবাদী বই, কন্টেন্টের প্রিন্ট, অনলাইন কন্টেন্টের পিডিএফ, হিযবুত তাহরীর মিডিয়া উলাইয়াহ বাংলাদেশের প্রকাশনা, পুস্তিকা, লিফলেট এবং বিভিন্ন হাতে লেখা ডায়েরী জব্দ করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ বলেন, গ্রেপ্তারকৃতরা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইন ভিত্তিক প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়া তারা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে বিভিন্ন সময় একত্রিত হয়ে ষড়যন্ত্র করতেন।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-৪০) হয়েছে বলে জানিয়েছে এটিইউ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়